• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কয়েক ঘণ্টায় উধাও বিনিয়োগকারীদের ১৪ লক্ষ কোটি টাকা

মুম্বই, ১৩ মার্চ– বুধবার মধ্যাহ্নভোজের পর বাজার খুলতেই মাথায় হাত হাজার-হাজার মানুষের৷ মুহুর্তের মধ্যে উড়ে গেল বিনিয়োগকারীদের ১৪ লক্ষ কোটি টাকা৷ লোকসভা ভোটের মুখে বিরাট ধস শেয়ার বাজারে৷ এদিন বাজার খুলতেই হু হু করে পড়তে থাকে সেনসেক্স এবং নিফটির সূচক৷ বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্সের সূচক একধাক্কায় নেমে যায় ১১০৯ পয়েন্ট৷ কয়েক ঘণ্টার মধ্যে ৭৩ হাজার

মুম্বই, ১৩ মার্চ– বুধবার মধ্যাহ্নভোজের পর বাজার খুলতেই মাথায় হাত হাজার-হাজার মানুষের৷ মুহুর্তের মধ্যে উড়ে গেল বিনিয়োগকারীদের ১৪ লক্ষ কোটি টাকা৷ লোকসভা ভোটের মুখে বিরাট ধস শেয়ার বাজারে৷ এদিন বাজার খুলতেই হু হু করে পড়তে থাকে সেনসেক্স এবং নিফটির সূচক৷
বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্সের সূচক একধাক্কায় নেমে যায় ১১০৯ পয়েন্ট৷ কয়েক ঘণ্টার মধ্যে ৭৩ হাজার ৫৬৪ পয়েন্ট থেকে সূচক নেমে যায় ৭২ হাজার ৫৫৮ পয়েন্টে৷ মূলত স্মল ক্যাপ এবং মিড ক্যাপের শেয়ারে ধাক্কা লেগেছে৷ নিফটিও ৪২২ পয়েন্ট নেমে দাঁড়ায় ২১ হাজার ৯১৩ পয়েন্টে৷
কয়েক ঘণ্টা আগেও বাজারে অবস্থা মোটামুটি ঠিকই ছিল৷ তারপরই শেষ প্রায় ১৪ লক্ষ কোটি টাকা৷ এদিন দুপুরে বাজার খোলার আগে ভারতের বাজারে মোট বিনিয়োগের অঙ্কটা ছিল ৩৮৫.৬৪ লক্ষ কোটি টাকা৷ সেখান থেকে বাজার খোলার পর বিনিয়োগের অঙ্কটা নেমে দাঁড়ায় ৩৭১,৬৯ লক্ষ কোটি টাকা৷ এদিন প্রায় ২২৩টি সংস্থার শেয়ার ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে নেমে যায়৷

বাজারে এই বিরাট ধসের কারণ মূলত তেল, গ্যাস, ধাতুর মতো বিভিন্ন সেক্টরের সংস্থাগুলির শেয়ারে পতনের ফলে৷ যদিও গত কয়েক সপ্তাহ লাগাতার ঊর্ধ্বমুখী ছিল বাজার৷ সেখান থেকে আকস্মিক পতনে বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হলেন বিনিয়োগকারীরা৷