আইআরটিএম ২০২৪ আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে উত্তর কেরালার বৃহত্তম শহর কালিকটে। ৫ তারিখ এই সম্মেলনের সূচনা হয়। কালিকটের এনআইটি-তে এই সম্মেলন চলবে ৭ ই ডিসেম্বর পর্যন্ত। ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ ইন টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট তথা আইআরটিএম ২০২৪ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কলকাতা এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতা ও জয়পুর। স্বদেশী বিজ্ঞান আন্দোলন-কেরালা এবং বিবেকানন্দ বিজ্ঞানের সহযোগিতায় এনআইটি, কালিকট মিশন, পশ্চিমবঙ্গ (বিজ্ঞান ভারতী) এবং স্মার্ট সোসাইটি, মার্কিন যুক্তরাষ্ট্র এই সম্মেলনে অংশ নেয়।
এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় শিক্ষা প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক অনিল সহস্রবুদ্ধে। এনআইটি কালিকটের অধিকর্তা প্রসাদ কৃষ্ণ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এই সম্মেলনে বক্তব্য রাখেন ইসরোর বিশিষ্ট বিজ্ঞানী ওয়াইভিএন কৃষ্ণ মূর্তি, সদস্য, নগর নীতি কমিশন, কেরালা সরকার। উপস্থিত ছিলেন শ্রীদেবী জেড,অধিকর্তা, সিএসআইআর ফোর্থ প্যারাডাইম ইনস্টিটিউট, ব্যাঙ্গালোর, ছিলেন অধ্যাপক জি রমেশ, প্রাক্তন অধ্যাপক, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ব্যাঙ্গালোর, শ্রী আব্বা রবীন্দ্রনাথ বাবু, দক্ষিণ ভারতের সাংগঠনিক সম্পাদক বিজ্ঞান ভারতী। এই অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইএম-এর অধিকর্তা ডঃ সত্যজিৎ চক্রবর্তী। শ্রী মনোজ জি পিল্লাই এসএসএম, কেরালা এই অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রতি বছরই এই বিশেষ মর্যাদাসম্পন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে থাকেন বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ, শিল্পক্ষেত্রে বিশেষজ্ঞ এবং অন্যান্য শিক্ষাবিদরা। বিজ্ঞানের বিশেষ বিশেষ ক্ষেত্রগুলিতে সর্বশেষ অগ্রগতি এবং গবেষণা এগিয়ে নিয়ে যেতে সারা বিশ্বের শিক্ষার্থীরাও এই সম্মেলনে অংশ গ্রহণ করে থাকেন। চলতি বছরে এই সম্মেলনে মোট ৫৫০ টি গবেষণাপত্র চিহ্নিত করা হয়, যার মধ্যে ১৫০টি গবেষণাপত্র উপস্থাপনার জন্য নির্বাচন করা হয়েছে। এই গবেষণাপত্রগুলি সম্মেলনের স্কোপাস ইনডেক্সড-এ প্রকাশিত হবে।
প্রতি বছর আইআরটিএম ২০২৪-এর আয়োজন করা হয়ে থাকে মূলত আন্তঃবিষয়ক গবেষণা এবং জ্ঞানের আদান-প্রদানের জন্য। গবেষক, শিক্ষাবিদ এবং শিল্পক্ষেত্রে বিশেষজ্ঞদের কাছে এই সম্মেলন বিভিন্ন প্রযুক্তিগত ক্ষেত্রের অগ্রগতির বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য এটি একটি আন্তর্জাতিক মঞ্চ। বিজ্ঞান ও প্রযুক্তিগত ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আসে এই আন্তর্জাতিক সম্মেলন।