দিল্লি, ২৯ জুন – জুলাই মাসের প্রথম দিন থেকে যে কোনও রকম ক্ষুদ্র সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হারে কোনও বদল হচ্ছে না। ২০২৪-২৫ অর্থবর্ষে দ্বিতীয় ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয়ের উপর সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র। অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ছে না। কেন্দ্রের সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম, রেকারিং ডিপোজিট, মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমের মতো প্রকল্পের সুদের হারে কোনও বদল হচ্ছে না ।
অর্থ মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিকে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষে, এপ্রিল থেকে জুনের শেষ পর্যন্ত সুদের যে হার বলবৎ ছিল, দ্বিতীয় ত্রৈমাসিকে সেই হারেই সুদ মিলবে। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার থাকবে ৭.১ শতাংশ। সাধারণ সেভিংসে জমা অর্থের উপর চার শতাংশ হারে সুদ মিলবে। একবছরের মেয়াদি জমার উপর সুদের হার থাকবে ৬.৯ শতাংশ। দু’বছরের টার্ম ডিপোজিটে সুদ পাওয়া যাবে সাত শতাংশ হারে। তিন বছরের মেয়াদি জমা প্রকল্পে বিনিয়োগ করলে মিলবে ৭.১ শতাংশ হারে সুদ। তবে পাঁচ বছরের টার্ম ডিপোজিটের ক্ষেত্রে সেটা হবে ৭.৫ শতাংশ। অন্যদিকে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের মতো জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার থাকছে ৭.৭ শতাংশ। আরও একটি জনপ্রিয় স্কিম কিষান বিকাশ পত্রের সুদের হার থাকে ৭.৫ শতাংশ।
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট প্রকল্পে সুদ মিলবে ৮.২ শতাংশ হারে। ৫ বছরের রেকারিং ডিপোজিটে লগ্নি করলে ৬.৭ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা। সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমে সুদের হার থাকছে ৮.২ শতাংশ। মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিমে সুদ মিলবে ৭.৪ শতাংশ হারে।