মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের শৌচাগার থেকে এক তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হল। তাঁর হাতের শিরা কাটা ছিল। শৌচাগারের মেঝেতে রক্ত দিয়ে লেখা ছিল, ‘আই অ্যাম সরি’! পুলিশের অনুমান, ওই তরুণীই সেটি লিখেছেন। কার উদ্দেশে তিনি এমনটা লিখেছেন, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্ল্যাটফর্মের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জখম তরুণীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্টেশনে উপস্থিত যাত্রীরা জানিয়েছেন, শৌচাগারের ভিতর থেকে রক্ত গড়িয়ে বেরোচ্ছিল। কয়েকজন সেই রক্তের উৎস জানতে শৌচাগারে ঢোকেন। সেই সময় তাঁরা দেখেন, এক তরুণী রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। তাঁর হাতের শিরা কাটা ছিল। যাত্রীরাই রেল পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই তরুণীর অবস্থা স্থিতিশীল।
তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, তরুণীর বয়স ১৮ বছর। থানের কাসারভাদাভালির বাসিন্দা ওই তরুণী পূর্ব বান্দ্রার একটি নামী প্রতিষ্ঠানের ছাত্রী। তাঁর মা একজন শিক্ষিকা এবং বাবা দুবাইতে কাজ করেন। তরুণীর মায়ের বয়ান রেকর্ড করা হয়েছে। এক মহিলা যাত্রী জানান, শৌচাগারে ঢোকার মুখেই রক্ত দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। এরপর অন্য যাত্রীদের ডাকেন তিনি। খবর দেওয়া হয় পুলিশে।
সিএসএমটি রেলওয়ে পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর বিজয় তায়াদে বলেন, তরুণী হাসপাতালে রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। আমরা এখনও বক্তব্য রেকর্ড করিনি। অবস্থার উন্নতি হলে তরুণীর বক্তব্য রেকর্ড করা হবে।