• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ওয়ার্ক ফ্রম হোমের নতুন পদ্ধতি ইনফোসিসে

বেঙ্গালুরু, ২৯ ফেব্রুয়ারি– কোভিড পরিস্থিতি পেরিয়ে  জীবন এগোতে শুরু করেছে তারও প্রায় বছর চারেক ৩ বছর অতিক্রান্ত৷ করোনা চলাকালীন বেশ কিছু সংস্থা ঘরে বসে কাজ করার সুযোগ দিয়েছিল৷ করোনা কমতেই তাদের মধ্যে বেশিরভাগ সংস্থা সেই সুবিধে তুলে নিয়ে ফের অফিসমূখী করে কর্মীদের৷ কিন্তু এমন সংস্থাও আছে যারা এখনও সেই ওয়ার্ক ফ্রম হোমের ধারাবাহিকতা বজায় রেখেছ৷ তাদের

Indianapolis - Circa September 2021: Infosys U.S. Education Center. Infosys is based in India and is a worldwide IT, AI and Digital Services company.

বেঙ্গালুরু, ২৯ ফেব্রুয়ারি– কোভিড পরিস্থিতি পেরিয়ে  জীবন এগোতে শুরু করেছে তারও প্রায় বছর চারেক ৩ বছর অতিক্রান্ত৷ করোনা চলাকালীন বেশ কিছু সংস্থা ঘরে বসে কাজ করার সুযোগ দিয়েছিল৷ করোনা কমতেই তাদের মধ্যে বেশিরভাগ সংস্থা সেই সুবিধে তুলে নিয়ে ফের অফিসমূখী করে কর্মীদের৷ কিন্তু এমন সংস্থাও আছে যারা এখনও সেই ওয়ার্ক ফ্রম হোমের ধারাবাহিকতা বজায় রেখেছ৷ তাদের মধ্যে ইনফোসিস অন্যতম৷

তবে এবার নিয়মে কিছুটা রদবদল করল ইনফোসিস৷ প্রতি মাসে কতদিন বাডি় থেকে কাজ করা যাবে, তার একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে৷ মূলত হাইব্রিড ওয়ার্ক মডেলেই কাজ করছে ইনফোসিস৷ অর্থাৎ মাসে কিছুদিন বাডি় থেকে ও কিছুদিন অফিসে গিয়ে কাজ করতে হচ্ছে কর্মীদের৷ এবার থেকে বেঁধে দেওয়া হল দিন সংখ্যা৷ সংস্থায় ‘ইনফাইমি’ নামে একটি সিস্টেম আছে, তার মাধ্যমে বাডি় থেকে কাজের জন্য আবেদন করা যাবে৷ মাসে ১১ দিন বাডি় থেকে কাজ করার জন্য আবেদন করা যাবে বলে জানান গিয়েছে, তার থেকে বেশি দিন কাজ করতে চাইলে তা ব্যতিক্রম বলে চিহ্নিত হবে৷ ম্যানেজার অনুমতি দিলে, তবেই সেই আবেদন মঞ্জুর হবে৷ গত বছর ইনফোসিস জানিয়েছিল, জুনিয়র ও মিড লেভেল কর্মীদের মাসে ১০ দিন করে অফিসে হাজিরা দিতে হবে৷ সংস্থার তরফে একটি টাউন হল মিটিং-এ জানানো হয়েছে, কর্মীদের অফিসে যেতে জোর করা হবে না, তবে একটা রুটিন মেনে চলতে হবে কর্মীদের৷