• facebook
  • twitter
Tuesday, 29 April, 2025

৮০ লাখে পৌছতে চলেছে দেশের করােনা সংক্রমণ

দেশের করােনা সংক্রমণ এবার ৮০ লাখে পৌছতে চললাে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন, ৪৩,৮৯৩ জন। মােট সংক্রমিতের সংখ্যা ৭৯,৯০,৩৩২।

প্রতিকি ছবি (Photo: IANS)

দেশের করােনা সংক্রমণ এবার ৮০ লাখে পৌছতে চললাে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন, ৪৩,৮৯৩ জন। মােট সংক্রমিতের সংখ্যা ৭৯,৯০,৩৩২। বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫০৮ জন। মােট মৃত্যু এক লক্ষ ২০ হাজার ১০ জন। অ্যাক্টিভ কেস ১৫০৫৪। মােট কেস কমে ৬,১০,৮০৩। মােট সুস্থ হয়েছেন, ৭২,৫৯,৫০৯ জন। মােট করােনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৫৪ হাজার ৬৮০ জনের।

অন্যদিকে ইওরােপে দৈনিক সংক্রমণ আগের সপ্তাহের তুলনায় ৪০ শতাংশ বেড়ে গিয়েছে। সবথেকে বেশি সংক্রমণ ফ্রান্স, স্পেন, ব্রিটেন, নেদারল্যান্ডস ও রাশিয়ায়। বহু দেশের হাসপাতালে আইসিইউ-তে আর জায়গা নেই। সংক্রমণ নতুন করে বাড়ছে ইতালিতেও। অস্ট্রিয়াতে আক্রান্ত হাজারেরও বেশি। আমেরিকা, ভারত, ব্রাজিলের পরেই তালিকায় উপরের দিকে উঠে এসেছে রাশিয়া।