• facebook
  • twitter
Tuesday, 3 December, 2024

ট্রাম্পের জয়ে চাঙ্গা ভারতের শেয়ার বাজার 

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের ইঙ্গিত স্পষ্ট হতেই তুঙ্গে ওঠে ভারতের শেয়ার বাজার।রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ২৬৭টি ভোট পেয়েছেন এবং হ্যারিস পেয়েছেন ২২৪টি ভোট।যে প্রার্থী ২৭০ বা তার বেশি ইলেক্টোরাল কলেজ ভোটে জয়ী হন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ফলে এটা স্পষ্ট ফের হোয়াইট হাউসের দখল নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই ফলাফল স্পষ্ট হতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স-নিফটি সূচক। 

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের ইঙ্গিত স্পষ্ট হতেই তুঙ্গে ওঠে ভারতের শেয়ার বাজার।রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ২৬৭টি ভোট পেয়েছেন এবং হ্যারিস পেয়েছেন ২২৪টি ভোট।যে প্রার্থী ২৭০ বা তার বেশি ইলেক্টোরাল কলেজ ভোটে জয়ী হন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ফলে এটা স্পষ্ট ফের হোয়াইট হাউসের দখল নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই ফলাফল স্পষ্ট হতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স-নিফটি সূচক। 

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের মধ্যেই বুধবার সেনসেক্স ৮০০ পয়েন্টের বেশি বেড়ে যায়। সেনসেক্স পৌঁছয় ৮০, ৩০০-র স্তরে। ফলে বিরাট উত্থান হয় শেয়ার বাজারে। এই দিনের লেনদেনে নিফটিও বেড়েছে ২৫০ পয়েন্ট। নিফটি পৌঁছয় ২৪,৪৬০-এর স্তরে। 
 
বিশ্ববাজারে ব্রোকাররা আগে থেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ডোনাল্ড ট্রাম নির্বাচনে জিতলে ভারতীয় শেয়ার বাজারে উত্থান দেখা দেবে।  ট্রাম্পের নেতৃত্বের কারণে শক্তিশালী হতে শুরু করেছে পুঁজিবাজারও। উল্লেখযোগ্য যে, গ্লোবাল ব্রোকারেজ ফার্ম এমকি গ্লোবাল আমেরিকার নির্বাচনের বিষয়ে প্রকাশিত তাদের প্রতিবেদনে ইঙ্গিত দেয় যে, ট্রাম্প যদি এই নির্বাচনে জয়ী হন, তবে কয়েক দিনের জন্য উত্থান দেখা দেবে ভারতীয় বাজারে। 
 
শেয়ার বাজার বৃদ্ধির মধ্যে এইচসিএল টেক শেয়ার, ইনফাই শেয়ার, সানফার্মা শেয়ার, বাজাজ ফিনসার্ভ লাভের সঙ্গে লেনদেন করে। ডিক্সন শেয়ার, আরভিএনএল শেয়ার, আইআরসিটিসি শেয়ার লেনদেনের ক্ষেত্রেও শেয়ার বাজার বৃদ্ধি পায়। তেল ও গ্যাস, ভোগ্যপণ্য সংস্থাগুলি ২ শতাংশ, এবং গাড়ি, প্রচারমাধ্যম, ফার্মা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার ১ শতাংশের উপর বৃদ্ধি পায়।