ভারতের পরমাণু অস্ত্রবাহী ‘প্রাইম’-এর সফল উৎক্ষেপণ হল ওড়িশায় 

অগ্নি প্রাইম (Photo: Twitter | @AimeeBaruah)

ভারতের অগ্নি পরিবারে নয়া সদস্য ‘প্রাইম’। পরমাণু অস্ত্রবাহী এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হল ওড়িশায়। রাস্তাঘাট বা রেলের ট্র্যাক, যে কোনও জায়গা থেকেই উৎক্ষেপণ করা হলে। নিখুত ভাবে প্রতিপক্ষের উপর আঘাত হানতে পারে, এটি এমনই এক ক্ষেপণাস্ত্র। নাম ‘অগ্নি প্রাইম’। 

ভারতের অগ্নি পরিবারের এই নতুন সদস্য অন্য ক্ষেপণাস্ত্রগুলির চেয়ে অনেকটা উন্নত মানের। সােমবার সকাল ১০ টা ৫৫ মিনিট নাগাদ ওড়িশার উপকূল বালেশ্বরের কাছে এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রটি সফল উৎক্ষেপণ হয়। 

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, নির্ভুল লক্ষ্যে নিখুঁতভাবে ‘অগ্নি প্রাইম’ আঘাত হানতে পেরেছে। সিলিন্ডারে মতাে একটি পাত্রে রাখা থাকে ক্ষেপণাস্ত্রটি।


ভারী জ্বালানি নির্ভর ‘অগ্নি প্রাইম’ এই ক্ষেপণাস্ত্রটিতে রয়েছে দিস্তরীয় ব্যবস্থা। ইচ্ছে করলে ক্ষেপণাস্ত্রটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে দ্রুত উৎক্ষেপণ করা যায়। এই ক্ষেপণাস্ত্রটি তুলনামূলক ছােট এবং হালকা। এক হাজার থেকে দু’হাজার কিলােমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি।