দূষণ মুক্ত উন্নত জীবনযাপনের স্বপ্নে দেশত্যাগী বিত্তবানরা

প্রথম তিনে প্রধানমন্ত্রী মোদির রাজ্য গুজরাত
ভদোদরা, ১১ জুলাই– বিদেশী হওয়ার প্রবণতা চাগার দিয়েছে ভারতীয় ধনকুবেরদের মধ্যে৷ এ খবর আমরা আগেই লিখেছিলাম৷ এবার জানা গেল সেই তালিকায় শীর্ষের রাজ্যগুলির মধ্যে নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতেরই৷ ঘটনাচক্রে স্বাধীনতার অমৃতকালেই দেশ ছাড়ার প্রবণতা ক্রমবর্ধমান৷ একথা অবশ্য আমরা বলছি না বলছে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যান৷ পরিসংখ্যান বলছে, রাজধানী দিল্লি এবং পাঞ্জাবের পর এই ব্যাপারে এগিয়ে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাত৷
তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ওই মন্ত্রণালয় জানাচ্ছে, ভারতীয়রা বিদেশে পাকাপাকি বসবাস শুরু করার পর জানাচ্ছেন যে তারা দেশ ছাড়ছেন তাও বিদেশে গিয়ে পাসপোর্ট সারেন্ডার বা ফিরিয়ে দেওয়ার পর দেশ জানছে নাগরিকরা অন্য দেশের বাসিন্দা হলেন৷

পররাষ্ট্র মন্ত্রক সুত্রে বলা হয়েছে, বিদেশের নাগরিকত্ব নেওয়া নাগরিকদের সিংহভাহই অর্থশালী৷ পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে, ৩০ থেকে ৪০ বছর বয়সি বিত্তবানদের মধ্যে দেশত্যাগের প্রবণতা বেশি৷ তারা কেউ শিক্ষা, কেউ ব্যবসায়িক ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরের মতো দেশে গিয়ে সেখানকার নাগরিকত্ব নিয়েছেন৷ মূলত দূষণ মুক্ত পরিবেশে উন্নত জীবনযাপনের লক্ষ্যে দেশত্যাগ করছেন বিত্তশালীদের একাংশ৷

সংসদে পররাষ্ট্র মন্ত্রকের পেশ করা রিপোর্ট অনুযায়ী, ২০২২-এ গুজরাতের ২৪১ জন নাগরিক অন্য দেশের নাগরিকত্ব নিয়ে ভারতের পাসপোর্ট ফিরিয়ে দিয়েছেন৷ গত বছর সেই সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে ৪৮৫৷


অন্যদিকে, চলতি বছরে মে মাসের মধ্যেই অন্য দেশের নাগরিকত্ব নিয়ে পাসপোর্ট ফিরিয়ে দিয়েছেন ২৪৪ জন৷ ২০১৪ থেকে ২০২২-এর মধ্যে গুজরাতের ২২ হাজার ৩০০ বাসিন্দা দেশ ছেড়েছেন৷ দিল্লি ও পাঞ্জাবের ক্ষেত্রে এই সংখ্যা যথাক্রমে ৬০ হাজার ৪১৪ এবং ২৮ হাজার ১১৭ জন৷ তবে প্রথমসারির রাজ্যগুলির কম-বেশি সব রাজ্য থেকেই বিদেশের নাগরিকত্ব নেওয়ার ঝোঁক দেখা যাচ্ছে৷

দিন দিন এই ঝোঁক বাড়ছে৷ শহরের পরিষেবা-পরিকাঠামো বিষয়ে এক বিশেষজ্ঞের মতে, ভারতে শহরগুলির মানের ফারাক আছে৷ দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, জয়পুরের পরিষেবার সম মানের নয় বাকি শহরগুলির সুযোগ সুবিধা৷ কিন্ত্ত দেশের কোনও শহরের পরিষেবাই ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং সিঙ্গাপুরের সমমানের নয়৷