ইউক্রেনে নিহত ভারতীয় ছাত্র নবীন চালাগেরি। রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কর্নাটকের বাসিন্দা নবীন খারকিভের মেডিকেল কলেজের ছাত্র ছিলেন।
ভারতীয় ছাত্র নবীন মঙ্গলবার সকালে রুশ সেনাবাহিনীর বোমাবর্ষনের শিকার হয়েছে বলে জানা গেছে। ভারতের বিদেশ মন্ত্রক ঘটনাটিকে সঠিক বলে জানিয়েছেন।
ভারতীয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে অরিন্দম বাগচী টুইট করে জানান, “মঙ্গলবার সকালে খারকিভে বোমাবর্ষণে এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে। অত্যন্ত দুঃখের সঙ্গে এই খবরের সত্যতা নিশ্চিত করা হচ্ছে। নিহত ছাত্রীর পরিবারের প্রতি সমবেদনা রইল।”
বিদেশ মন্ত্রকের তরফ এই ভারতীয় ছাত্রের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।
বিদেশ সচিব এই ঘটনার পর রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রপতি সাথে কথা বলেছেন। ইউক্রেন, খারকিভ সহ প্রতিটি শহর থেকে ভারতীয়দের নিরাপদ মুক্তির দাবি জানানো হয়েছে।