দিল্লি, ২ জুলাই– ভারতীয়দের কাছে বিয়ের অর্থ যেমন সাত জীবনের বাধন, আবার তেমন নিয়ম-রীতির এমন এক অনুষ্ঠান যা খুব সমারোহে এমন ভাবে পালন করা যাতে পারলে নিজের সমস্ত জমা পুঁজি খরচ করে দেওয়া যায়৷ সেই খরচের হিসেব নাকি তাদের সারা জীবনের শিক্ষায় ব্যয় করা অর্থেরও দ্বিগুণ৷
ভাবা যায়! বিনিয়েগ ব্যাঙ্কিং এবং পুঁজিবাজার সংস্থা, ‘জেফরিজ’-এর সাম্প্রতিক প্রতিবেদন জানিয়েছে, ভারতীয় বিবাহ শিল্পের মোট মূল্য প্রায় ১৩,০০০ কোটি মার্কিন ডলার বা ১০.৭ লক্ষ কোটি টাকা৷ খাদ্য ও মুদিখানার পণ্য শিল্পের পরই ভারতীয়দের বিবাহ শিল্পের স্থান৷ বাজারের আকারে ভারতীয় বিবাহ শিল্প, মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক পিছনে ফেলেছে৷ যদিও চিনকে এখনও টপকাতে পারেনি ভারত৷ সেখানে চিনে বছরে বিবাহ হয় ৭০ থেকে ৮০ লক্ষ, আর আমেরিকায় মাত্র ২০ থেকে ২৫ লক্ষ৷ আর টাকার অঙ্কে, ভারতীয় বিবাহ শিল্প, মার্কিন যুক্তরাষ্ট্রে বিবাহ শিল্পের থেকে প্রায় দ্বিগুণ৷ মার্কিন বিবাহ শিল্পের মোট মূল্য ৭০০০ কোটি ডলার৷ তবে চিনের বিবাহ শিল্পের আকার ভারতের থেকেও বড়৷ মোট মূল্য ১৭,০০০ ডলার৷
‘জেফরিজ’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতীয়দের বিবাহের গড় খরচ প্রায় ১৫,০০০ ডলার বা ১২.৫ লক্ষ টাকা৷ যা প্রাক-বিদ্যালয় থেকে স্নাতক স্তরের শিক্ষার খরচের প্রায় দ্বিগুণ৷ আর বিলাসবহুল বিবাহগুলির গড় খরচ থাকে ২০ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকার৷ এর মধ্যে, বিয়ের বিলাসবহুল ভেনু্য, একাধিক অনুষ্ঠান, অতিথিদের থাকার বিলাসবহুল জায়গা, বিলাসবহুল ক্যাটারিং, বিস্তৃত সাজসজ্জা, বিনোদনের খরচ রয়েছে৷ বিবাহ শিল্পে সাধারণত ছোট ব্যবসায়ী এবং পরিষেবা প্রদানকারীর আধিক্য দেখা যায়৷ আসলে ভারতের প্রতিটি অঞ্চলের নিজ নিজ ঐতিহ্য রয়েছে৷ স্থানীয় ব্যবসাগুলি সেগুলির সঙ্গে ভালভাবে খাপ খাইয়ে নিতে পারে৷
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিল্পের বিভিন্ন ক্ষেত্র জুডে় প্রভাব ফেলে ভারতীয় বিবাহ শিল্প৷ গয়না, পোশাক, কেটারিংয়ের মতো শিল্পের বিভিন্ন ক্ষেত্র জডি়য়ে রয়েছে এই শিল্পের সঙ্গে৷ অলঙ্কার শিল্পের আয়ের অর্ধেকেরও বেশি যেমন আসে বিয়ের কেনাকাটা থেকে৷ পোশাক শিল্পের ১০ শতাংশ আয় হয় বিয়ে এবং বিয়ে উদযাপনের পোশাক থেকে৷ বিবাহের ব্যয়ের ২০ শতাংশ যায় ক্যাটারিং-এর পিছনে৷ আর ১৫ শতাংশ যায় ইভেন্ট ম্যানেজমেন্ট পরিষেবাগুলির পিছনে৷ এছাড়া, অটোমোবাইল, কনজিউমার ইলেকট্রনিক্স, পেইন্টস ইত্যাদির মতো বিভিন্ন খাতের সঙ্গেও পরোক্ষভাবে জডি়য়ে রয়েছে বিবাহ শিল্প৷
জেফরিজে আরও জানিয়েছে, ভারতে বিয়ের পরিকল্পনা সাধারণত ৬ থেকে ১২ মাস আগেই শুরু হয়ে যায়৷ বছরে ৮০ লক্ষ থেকে ১ কোটি বিবাহ হয়৷ এক কথায় বলা যায়, ভারতীয়রা বিয়েতে খরচা করতে ভালবাসে৷ তাদের আয় বা সম্পদের মাত্রার মধ্যে তফাৎ থাকতে পারে৷ কিন্ত্ত, অর্থনৈতিক শ্রেণী নির্বিশেষে, বিয়েতে অতিরিক্ত খরচ করার প্রবণতা দেখা যায়৷