• facebook
  • twitter
Wednesday, 2 April, 2025

প্রবীণ নাগরিক, মহিলা ও প্রতিবন্ধীদের জন্য ভারতীয় রেলের বিশেষ নিচের বার্থ বরাদ্দ

প্রবীণ নাগরিক, ৪৫ বছরের ঊর্ধ্বে মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য ভারতীয় রেলওয়ে বিশেষভাবে নিম্ন বার্থ বরাদ্দের ব্যবস্থা করেছে।

ফাইল ছবি

প্রবীণ নাগরিক, ৪৫ বছরের ঊর্ধ্বে মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য ভারতীয় রেলওয়ে বিশেষভাবে নিম্ন বার্থ বরাদ্দের ব্যবস্থা করেছে। সম্প্রতি লোকসভায় এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই তথ্য জানিয়েছেন। যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক ও নিরাপদ করতে ভারতীয় রেলওয়ে এই উদ্যোগ নিয়েছে।

রেলমন্ত্রী জানান, প্রবীণ নাগরিক, ৪৫ বছরের ঊর্ধ্বে মহিলা এবং গর্ভবতী মহিলাদের টিকিট বুকিংয়ের সময় যদি বিশেষভাবে নিম্ন বার্থের আবেদন না জানানোও হয়, তবুও বার্থ খালি থাকা সাপেক্ষে স্বয়ংক্রিয়ভাবে তাদের জন্য নিম্ন বার্থ বরাদ্দ করা হয়।

স্লিপার কোচে প্রতি কামরায় ৬ থেকে ৭টি নিম্ন বার্থ, বাতানুকূল থ্রি-টিয়ার (৩এসি) কোচে ৪ থেকে ৫টি এবং বাতানুকূল টু-টিয়ার (২এসি) কোচে ৩ থেকে ৪টি নিম্ন বার্থ প্রবীণ নাগরিক, মহিলা ও প্রতিবন্ধীদের জন্য জন্য সংরক্ষিত থাকে।

প্রতিবন্ধী যাত্রীদের জন্যও রয়েছে বিশেষ কোটার ব্যবস্থা। এটি সমস্ত মেল এবং এক্সপ্রেস ট্রেন, এমনকি রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসেও প্রযোজ্য। এই ক্ষেত্রে স্লিপার কোচে ৪টি বার্থের মধ্যে ২টি নিম্ন বার্থ, ৩এসি এবং ৩ই কোচে ৪টি বার্থের মধ্যে ২টি নিম্ন বার্থ এবং রিজার্ভড সেকেন্ড সিটিং (২এস) ও বাতানুকূল চেয়ার কারে (সিসি) ৪টি আসন সংরক্ষিত থাকে।

যাত্রাপথে যদি কোনও নিম্ন বার্থ খালি থাকে এবং তা আগে থেকে নির্ধারিত না থাকে, তবে প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং গর্ভবতী মহিলাদের সেই বার্থ বরাদ্দ দেওয়া হয়।