ভােট শেষ হয়ে যাওয়ার পরেও রাফায়েল নিয়ে বিতর্ক থামছে না। বরং ফল ঘােষণার আগের দিন খােদ প্যারিসের সেন্ট কাউড এলাকায় রাফায়েল প্রকল্পের তত্ত্বাবধানে থাকা বায়ুসেনার দফতরে হানা দিল একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী।
রাতের অন্ধকারে তারা সেখানে প্রবেশের চেষ্টা করে বলে জানা গিয়েছে। কী উদ্দেশ্যে তারা সেখানে ঢুকল, তা জানা যায়নি। ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গােপন তথ্য হাতিয়ে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি। তবে ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, রাফায়েল প্রকল্প তদারকির জন্য প্যারিসের শহরতলিতে বায়ুসেনা ম্যানেজমেন্ট টিমের একটি দফতর রয়েছে সেখানেই ঢােকার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। তবে সেখান থেকে কোনও হার্ড ডিস্ক বা নথি চুরি যায়নি।
প্রায় ৫৮ হাজার কোটি টাকার বিনিময়ে ফরাসী সংস্থা দাসোঁর কাছ থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত সরকার। প্রকল্পটি যাতে বাস্তবায়িত হয়, সেজন্য গ্রুপ ক্যাপ্টেন পদমর্যাদার অফিসারের নেতৃত্বে এক প্রতিনিধি দলকে সেখানে পাঠানাে হয়েছে। ভারতীয় আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে সেখানে। ওই দফতর যেখানে রয়েছে সেখানেই হানা দিয়েছে দুষ্কৃতীরা।
রাফায়েল চুক্তিতে দুর্নীতি হয়েছে বলে মােদি সরকারকে আক্রমণ শানিয়ে এসেছেন রাহুল গান্ধি।এমনকী রাফায়েল সংক্রান্ত গােপন নথিও রহস্যজনকভাবেই বাইরে আসে। এই রাফায়েলের জন্য অনিল আম্বানিকে বরাত পাইয়ে দেওয়া নিয়েও মােদি সরকারকে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধি। শেষ পর্যন্ত বিদেশের মাটিতে সেই রাফায়েল নথি হাতানাে নিয়ে জিইয়ে রইল বিতর্ক।