ইজরায়েল-বিরোধী ভাষণে ভারতীয় বংশোদ্ভূত যুবতী গ্রেফতার আমেরিকায়

ওয়াশিংটন, ১৩ এপ্রিল– সন্ত্রাসবাদী হুমকি দেওয়ার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক যুবতীকে গ্রেফতার করল আমেরিকার পুলিশ৷ ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডের মেয়রকে তিনি খুনের হুমকি দেন বলে অভিযোগ৷ গত বুধবার শহরের কাউন্সিল বৈঠকে ২৮ বছরের ঋদ্ধি প্যাটেল নামে ওই মহিলা ইজরায়েল-হামাস যুদ্ধবিরতি নিয়ে কাউন্সিল কোনও প্রস্তাব গ্রহণ না করায় তিনি মেয়র এবং কাউন্সিল সদস্যদের উদ্দেশ করে বলেন, আমরা আপনাদের খুন করব৷
তিনি তাঁর বক্তব্য বলার সময় গাজায় ইজরায়েলি হানাদারি নিয়ে কাউন্সিল যুদ্ধবিরতির প্রস্তাব না নেওয়ার বিরোধিতা করছিলেন৷ এছাড়াও আমেরিকার সরকারি ভবনগুলির বাইরে ইজরায়েল-বিরোধী আন্দোলনের ভয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার সমালোচনাও করেন৷ তিনি তাঁর বক্তব্যে মহাত্মা গান্ধির তুলনাও টেনে আনেন৷ ইজরায়েল-বিরোধী প্রস্তাব গ্রহণ না করায় ক্ষোভপ্রকাশ করে তিনি বলেন, ওঃ যিশু খ্রিস্ট যদি এইসব কাউন্সিল সদস্যকে খতম করে দিতে পারতেন তাহলে বেশ হতো৷ তাঁর বক্তব্যের ভিডিও আমেরিকায় ভাইরাল হয়ে গিয়েছে৷ যদিও তার আগেই গ্রেফতার করা হয় ঋদ্ধিকে৷ ঋদ্ধি ভাষণে বলেন, আপনারা সকলে ভয়ঙ্কর ধরনের মানুষ৷ কারও কোনও ভ্রূক্ষেপ পর্যন্ত নেই৷ প্যালেস্তাইন অথবা অন্যান্য দেশে কীভাবে দমনপীড়ন চলছে তা নিয়ে আপনাদের কোনও মাথাব্যথাই নেই! এমনকী এখানেও যে দমনপীড়ন চলছে, তা নিয়েও আপনাদের মতো মানুষ গুরুত্ব দিচ্ছেন না, বলেন ঋদ্ধি৷ ইজরায়েল-বিরোধী বিক্ষোভ দমিয়ে রাখতে চাইছে পুলিশ৷ এর জন্য বিভিন্ন সরকারি ভবনের নিরাপত্তা কঠোর করা হয়েছে৷ তা নিয়েও মুখর হন ঋদ্ধি৷ বলেন, আপনারা যাঁরা বেকার্সফিল্ডের মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন গান্ধীকে নাচানাচি করেন এবং চৈত্র নবরাত্রিতে ছুটি পালন করেন৷ তাঁদের মনে করিয়ে দিতে চাই, তেমনই পৃথিবীর আরেক কোণায় বসবাসকারী মানুষও নিপীড়নকারীদের বিরুদ্ধে হিংসাত্মক বিপ্লব চালিয়ে যাচ্ছে৷ আমি বিশ্বাস করি, একদিন না একদিন কেউ একটা গিলোটিন নিয়ে আসবেন এবং আপনাদের সকলকে খুন করবে৷