• facebook
  • twitter
Thursday, 26 December, 2024

বাংলাদেশ যাচ্ছেন বিদেশ সচিব

ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারি এবং তাঁর আইনজীবীর ওপর চরম আঘাত ইউনূস সরকারের ভাবমূর্তি আরও খারাপ করেছে বিশ্বের কাছে।

বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা বেড়েই চলেছে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারি এবং তাঁর আইনজীবীর ওপর চরম আঘাত ইউনূস সরকারের ভাবমূর্তি আরও খারাপ করেছে বিশ্বের কাছে। কোনও আইনজীবী তাঁর হয়ে না লড়ায় আপাতত আরও এক মাস জেলেই থাকতে হবে চিন্ময় প্রভুকে। তবে এসবের প্রতিবাদে বরাবরই মুখ খুলতে দেখা গিয়েছে ভারতকে।

সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সংঘাত বাড়ছে। সেই সংঘাতের মাঝেই এবার ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে ঢাকায় তলব করল ইউনূস সরকার। অন্যদিকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বাংলাদেশে গিয়ে ভারতের বিদেশ সচিব কী বার্তা দেন এবং পড়শি দেশে হিন্দু নির্যাতনে কতটা কমে সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।

রাজনৈতিক পালাবদলের পর প্রথম কোনও ভারতীয় কূটনীতিক বাংলাদেশে পা রাখবেন। সূত্রের খবর, সরকারিভাবে বিক্রম মিশ্রির আগামী ১০ ডিসেম্বর ঢাকা সফরের যাওয়ার কথা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আধিকারিক জানিয়েছেন, বার্ষিক আলোচনার জন্য বাংলাদেশের বিদেশমন্ত্রকে যেতে পারেন বিক্রম। তবে সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে তাঁর সফরের দিন বদল হতে পারে।