• facebook
  • twitter
Friday, 4 April, 2025

শীঘ্রই দেশে ফিরবেন রুশ সেনায় কর্মরত ভারতীয় নাগরিক,  মোদির অনুরোধে আশ্বাস পুতিনের 

মস্কো, ৯ জুলাই – গত দু’বছর ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে রাশিয়ার। সেই যুদ্ধে আমেরিকা-সহ প্রথম বিশ্বের বহু দেশই দাঁড়িয়েছে ইউক্রেনের পাশে। সংবাদ সংস্থাসূত্রে খবর, পুতিনকে যুদ্ধ থামানোর সুপরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুতিনকে তিনি বুঝিয়েছেন, আলোচনা এবং কূটনীতিই এক্ষেত্রে সাফল্য দিতে পারে, যুদ্ধ নয়।  ভ্লাদিমির পুতিন নিজের বাড়িতে নৈশাহারের আয়োজন করেছিলেন নরেন্দ্র মোদির জন্য।

News Hub