• facebook
  • twitter
Wednesday, 18 December, 2024

চা-কফির সৌজন্যও নয় ধনকড়কে বয়কট ‘ইন্ডিয়া’র

সংবিধানের প্রস্তাবনার এক একটি শব্দ ধরে নিয়ে ৩ মিনিট করে বলবেন এক একজন সাংসদ। অর্থাৎ, কেউ বলবেন ‘সমাজতান্ত্রিক’, কেউ বলবেন ‘ধর্মনিরপেক্ষ’, কেউ বা বলবেন ‘গণতান্ত্রিক’এর মতো শব্দ নিয়ে। কীভাবে সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত শব্দগুলি আজ বিপন্ন তা তুলে ধরাই তৃণমূল সাংসদদের লক্ষ্য।

ফাইল চিত্র

রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে কার্যত বয়কটের সিদ্ধান্ত নিল ‘ইন্ডিয়া’ জোট। ইন্ডিয়া’ জোটের সাংসদরা সিদ্ধান্ত নিয়েছে ধনকড়কে কোনও সৌজন্য দেখাবেন না তাঁরা। ন্যূনতম চা-কফির সম্পর্কও রাখা হবে না তাঁর সঙ্গে।

ইতিমধ্যেই ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস। তাকে সমর্থন করেছে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি-সহ ইন্ডিয়া জোটের শরিক অন্যান্য বিরোধী দলগুলি।তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সংসদে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। এ ছাড়াও তিনি বিজেপির সাংসদদের রাজ্যসভায় ভিত্তিহীন কথা বলতে দিয়ে কংগ্রেসকে আক্রমণ এবং হেয় করার সুযোগ করে দিয়েছেন। কিন্তু পাল্টা কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে বলার সুযোগ দেননি। এবার রাজ্যসভার চেয়ারম্যানকে বয়কট করার প্রস্তাব নেওয়া হয়, এমন তা মেনেও নেয় ইন্ডিয়া জোটের সব দলগুলি।

তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, শিব সেনা (উদ্ধব), এনসিপি (শরদ) এবং ডিএমকে সাংসদরা ইতিমধ্যেই চেয়ারম্যানকে এড়িয়ে চলা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। কংগ্রেস সাংসদদের মধ্যে দু’-একজন সাংসদ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করলেও দলগতভাবে কংগ্রেসও ধনকড়কে বয়কট করার পক্ষে।

অন্যদিকে সোমবার সংবিধানের ৭৫তম বর্ষের আলোচনা শুরু হবে রাজ্যসভায়। তিন মিনিটের বক্তব্যে প্রত্যেকে আলোচনা করার সুযোগ পাবেন। তাতে তুলে ধরা হবে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ছবি। এই আলোচনার জন্য অভিনব বক্তৃতা কৌশল নিয়েছে তৃণমূল। তাঁদের সিদ্ধান্ত, রাজ্যসভায় দলের ১০ অথবা ১১, বা যতজন সাংসদ উপস্থিত থাকবেন প্রত্যেকেই বলবেন।

সংবিধানের প্রস্তাবনার এক একটি শব্দ ধরে নিয়ে ৩ মিনিট করে বলবেন এক একজন সাংসদ। অর্থাৎ, কেউ বলবেন ‘সমাজতান্ত্রিক’, কেউ বলবেন ‘ধর্মনিরপেক্ষ’, কেউ বা বলবেন ‘গণতান্ত্রিক’এর মতো শব্দ নিয়ে। কীভাবে সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত শব্দগুলি আজ বিপন্ন তা তুলে ধরাই তৃণমূল সাংসদদের লক্ষ্য।