• facebook
  • twitter
Tuesday, 14 January, 2025

বাংলাদেশকে কড়া বার্তা ভারতের সেনাপ্রধানের

আমরা প্রতিবেশী। আমাদের একইসঙ্গে থাকতে হবে। আর এটা বুঝতে হবে যে কোনওরকম বৈরিতা প্রদর্শন করলে সেটা কোনও পক্ষের স্বার্থের জন্যই ভালো হবে না।

ফাইল চিত্র

বাংলাদেশ ইস্যুতে এবার কড়া বার্তা দিতে দেখা গেলো ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে। ‘আর্মি ডে’-র আগে সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনাপ্রধান জানান, কোনওরকম বৈরিতা প্রদর্শন করলে তা কোনও পক্ষের জন্যই ভালো হবে না। তিনি আরও বলেন, ভারত এবং বাংলাদেশ একে অপরের প্রতিবেশী। দু’দেশই একে অপরের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সেই পরিস্থিতিতে কোনও বৈরিতা প্রদর্শন করা হলে তাতে কোনও পক্ষেরই লাভ হবে না। সরাসরি বাংলাদেশের নাম নিয়ে সেনাপ্রধান বলেন, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের পর এখনও পর্যন্ত কোনও পক্ষের তরফে কোনওরকম বিরূপ পদক্ষেপ করা হয়নি। এটা ভালো প্রতিবেশীর লক্ষণ।

এদিন, ‘বাংলাদেশের সেনাপ্রধান (জেনারেল ওয়াকার-উজ-জামান) সম্প্রতি যে মন্তব্য করেছেন তা তুলে ধরে দ্বিবেদী বলেন, জেনারেল ওয়াকার বলেছেন যে আমাদের জন্য কৌশলগতভাবে ভারত গুরুত্বপূর্ণ। আর উলটোটাও ঠিক। কৌশলগতভাবে বাংলাদেশ আমাদের (ভারতের) জন্য গুরুত্বপূর্ণ। আমরা প্রতিবেশী। আমাদের একইসঙ্গে থাকতে হবে। আর এটা বুঝতে হবে যে কোনওরকম বৈরিতা প্রদর্শন করলে সেটা কোনও পক্ষের স্বার্থের জন্যই ভালো হবে না।’

ভারতীয় সেনাপ্রধান জানান, বাংলাদেশে যখন রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল, তখনও পড়শি দেশের সেনাপ্রধানের সঙ্গে আমাদের লাগাতার যোগাযোগ ছিল। সামরিক ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে যে সমন্বয় ছিল, তা সেরকমই আছে। একমাত্র যে যৌথ মহড়া হত, সেটা বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব সামলাচ্ছে। তারপর থেকেই নানা বিষয়ে বাংলাদেশের মৌলবাদী নেতাদের তরফে ভারতের বিরুদ্ধে উস্কানিসূচক মন্তব্য করা হয়েছে। যা দু’দেশের সম্পর্কের জন্য মোটেও ভালো নেই বলে মেনে নিয়েছেন দু’দেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা।