সোমবার রাজস্থানের পাকিস্তান সীমান্তের কাছে ভারত ও মার্কিন সেনাবাহিনীর যৌথ যুদ্ধ মহড়া শুরু হল। ভারতীয় সেনার প্রতিরক্ষা মুখপাত্র অমিতাভ শর্মা এক বিবৃতিতে বলেন, ভারত-মার্কিন যৌথ যুদ্ধ মহড়া ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ‘যুদ্ধ অভ্যাস ২০২৪’ শীর্ষক এই মহড়ায় অংশ নিয়েছেন দু’দেশের প্রায় ১২০০ জওয়ান এবং আধিকারিকেরা। ২০০৪ সাল থেকে প্রতি বছর ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এই যুদ্ধ মহড়ায় অংশগ্রহণ করে আসছে।