• facebook
  • twitter
Friday, 20 September, 2024

সন্ত্রাস-বিরোধী অভিযানে রাজস্থানে ভারত-মার্কিন যৌথ সামরিক মহড়া 

সোমবার রাজস্থানের পাকিস্তান সীমান্তের কাছে ভারত ও মার্কিন সেনাবাহিনীর যৌথ যুদ্ধ মহড়া শুরু হল। ভারতীয় সেনার প্রতিরক্ষা মুখপাত্র অমিতাভ শর্মা এক বিবৃতিতে বলেন, ভারত-মার্কিন যৌথ যুদ্ধ মহড়া ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ‘যুদ্ধ অভ্যাস ২০২৪’ শীর্ষক এই মহড়ায় অংশ নিয়েছেন দু’দেশের প্রায় ১২০০ জওয়ান এবং আধিকারিকেরা।  ২০০৪ সাল থেকে প্রতি বছর ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এই যুদ্ধ মহড়ায় অংশগ্রহণ করে আসছে। 

সোমবার রাজস্থানের পাকিস্তান সীমান্তের কাছে ভারত ও মার্কিন সেনাবাহিনীর যৌথ যুদ্ধ মহড়া শুরু হল। ভারতীয় সেনার প্রতিরক্ষা মুখপাত্র অমিতাভ শর্মা এক বিবৃতিতে বলেন, ভারত-মার্কিন যৌথ যুদ্ধ মহড়া ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ‘যুদ্ধ অভ্যাস ২০২৪’ শীর্ষক এই মহড়ায় অংশ নিয়েছেন দু’দেশের প্রায় ১২০০ জওয়ান এবং আধিকারিকেরা।  ২০০৪ সাল থেকে প্রতি বছর ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এই যুদ্ধ মহড়ায় অংশগ্রহণ করে আসছে। 

 
এই বছর ভারতীয় সেনার ২০তম বার্ষিক যুদ্ধ অভ্যাস মহড়া। এর আগে ২০২২ সালে উত্তরাখণ্ডের আউলিতে চিন সীমান্তের কাছে আয়োজিত এই  যুদ্ধ অভ্যাসে অংশ নেয় মার্কিন সেনাবাহিনী। কর্নেল শর্মার দাবি, ‘‘রাষ্ট্রপুঞ্জের নির্দেশিকার সপ্তম ধারা মোতাবেক সন্ত্রাস দমন অভিযানে সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যেই এই যৌথ সেনা মহড়া।’’ তাঁর মতে, এর উদ্দেশ্যই হল, উভয় পক্ষের যৌথ সামরিক সক্ষমতা বৃদ্ধি করা।  এক্ষেত্রে মরুভূমির পরিবেশে সামরিক পদক্ষেপের উপর লক্ষ্য রাখা হবে।  মূলত, সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে কৌশলগত মহড়া,  যৌথ পরিকল্পনা, এবং যৌথ প্রশিক্ষণ হবে, বিশ্বের সন্ত্রাসবিরোধী মিশনকে অনুকরণ করে।   
 
মার্কিন সেনার সাউথ-ওয়েস্টার্ন কমান্ড-এর তরফে এক্স পোস্টে বলা হয়েছে, ‘‘আন্তর্জাতিক স্থিতিশীলতা এবং শান্তির লক্ষ্যে যৌথভাবে প্রতিশ্রুতি পালনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সামরিক বিশ্লেষকদের একাংশের মতে, দক্ষিণ চিন সাগরের অদূরে যৌথ নৌ-মহড়ার পরে চিন এবং পাক সীমান্তের কাছে যেভাবে ভারত ও মার্কিনবাহিনী যৌথভাবে কাজ করতে শুরু করছে, তা নিয়ে বেজিং ও ইসলামাবাদের উপরে চাপ বাড়বে।এই যুদ্ধ মহড়া যৌথ অভিযান পরিচালনার ক্ষেত্রে নানা কৌশলের সর্বোত্তম অনুশীলন আদান-প্রদানে সাহায্য করবে।