আজ বুধবার সংসদে পেশ হতে চলেছে সংশোধিত ওয়াকফ বিল (২০২৫)। তার আগে মঙ্গলবার সংসদ ভবনে বৈঠকে বসেছিল বিরোধী শিবির ‘ইন্ডিয়া’। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সম্মিলিতভাবে কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ বিলের বিরোধিতা করবে বিজেপি বিরোধী দলগুলি। এই বিলকে সামনে রেখে ফের ঐক্যবদ্ধ হয়েছে ‘ইন্ডিয়া’ শিবির।
মঙ্গলবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডিএমকের টিআর বালু সহ অন্যরা। এছাড়াও আরজেডি, সমাজবাদী পার্টি, এনসিপি, বামেদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বুধবার সংসদে ওয়াকফ বিল পেশের বিষয়ে সব দলের তরফে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধীদের বৈঠকে ঠিক হয়েছে, ভোটাভুটিতে ঐক্যবদ্ধভাবে ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দেবে বিরোধী দলগুলি।
অপরদিকে, ওয়াকফ বিল পেশ নিয়ে চাপে রয়েছে শাসকদল বিজেপি। কারণ এনডিএ-র শরিক বিহারের দুই জোটসঙ্গী জেডিইউ এবং লোকজনশক্তি পার্টি এই বিলের পক্ষে ভোট দেবে কি না তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। এর
জেরে বিরোধীদের দাবি, সংসদে বিলটি পাশ করানো খুব একটা সহজ হবে না।