কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই ) নিয়ে দেশকে বড়সড় সুখবর শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বহু প্রতীক্ষিত ভারতের সবচেয়ে লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম) তৈরি প্রায় শেষ পর্যায়ে। পরবর্তী ১০ মাসের মধ্যে তা প্রস্তুত হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী এই ঘোষণা করেছেন।
এদিন বৈষ্ণব ইন্ডিয়া এআই( AI) মিশনের ওপর ডাকা একটি সাংবাদিক বৈঠকে বলেন, ‘আমরা একটি পরিকাঠামো তৈরি করেছি। এটি আজ চালু হচ্ছে। আমাদের লক্ষ্য, ভারতীয় প্রেক্ষাপট এবং সংস্কৃতি বজায় রেখে এআই মডেল তৈরি করা।’ তিনি আরও বলেন, এই প্রকল্পটি ভারতের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। যাতে এআই কম্পিউট-এর সুবিধা থাকবে। একটি এলএলএম তৈরির সুবিধার্থে ১৮,৬৯৩টি জিপিইউ সংগ্রহ করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ভারতের এআই প্রযুক্তির পরিকাঠামো বাড়িয়ে বিশ্বমানের করা হয়েছে। একটি সংবাদ মাধ্যম এবিষয়ে তাঁর বক্তব্যের উদ্ধৃতি তুলে ধরেছে। তিনি ওই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘ডিপসিক এআই (AI)-কে ২০০০ জিপিইউতে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। একইভাবে চ্যাট জিপিটি ২৫,০০০ জিপিইউ-তে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এখন আমাদের কাছে ১৫,০০০ হাই-এন্ড জিপিইউ উপলব্ধ। ভারতে এখন একটি শক্তিশালী কম্পিউটিং সুবিধা রয়েছে। যা আমাদের এআই উচ্চাকাঙ্ক্ষাকে পূরণ করবে।’
বৈষ্ণব বলেন,’প্রকল্পটি চূড়ান্ত হওয়ার আগেই প্রযুক্তিগত অংশীদাররা বিনিয়োগ করে তাঁদের কাজ শুরু করে দিয়েছেন। এই সুবিধাটি সকলের ব্যবহারের জন্য উপলব্ধ থাকবে।’ তথ্যপ্রযুক্তি মন্ত্রী এই চীনা স্টার্টআপ ডিপসিকের প্রশংসা করে বলেন যে, তাঁরা তাঁদের কম খরচের এআই সহকারী দিয়ে এই সেক্টরে পরিবর্তন এনেছেন। তিনি এআই মডেল তৈরির জন্য স্থানীয়ভাবে তৈরি করা তাঁদের মিতব্যয়ী দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেছেন। যা সরকারের প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এটি উল্লেখ করা প্রয়োজন যে, ডিপসিক বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উপর পুনর্বিবেচনা শুরু করেছে। এনভিডিয়ার কম উন্নত এইচ৮০০ ক্ষমতাসম্পন্ন চিপ ব্যবহার করে একটি এআই মডেল তৈরি করতে মাত্র দুই মাস সময় লেগেছে বলে দাবি করা হয়েছে। যাতে ৬ মিলিয়ন ডলারেরও কম খরচ হয়েছে।
সম্প্রতি অ্যাপলের অ্যাপ স্টোরে এই অ্যাপের ডাউনলোড ওপেনএআই-এর চ্যাটজিপিটিকে ছাড়িয়ে গিয়েছে। যেখানে এর সরঞ্জামগুলির খরচ এবং কর্মক্ষমতা শিল্পের বিশ্বাসের ভিতকে নাড়িয়ে দিয়েছে।