• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

কাশ্মীর ইসু্যতে রাষ্ট্রসংঘে ফের পাকিস্তানকে তুলোধনা ভারতের

দিল্লি, ২৮ জুন– ফের রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে মুখ পুড়ল পাকিস্তানের৷ ভারতের কড়া বার্তায় একেবারে কোনঠাসা পাকিস্তান৷ সম্মেলনে বিতর্ক চলাকালীন জম্মু-কাশ্মীর ইসু্য নিয়ে সুর চড়ায় ইসলামাবাদ৷ সেই মন্তব্যের জবাবে ভারতের প্রতিনিধি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভিত্তিহীন মন্তব্য ছড়ানো হচ্ছে৷ নিজের দেশে শিশুদের বিরুদ্ধে হিংসার ঘটনা আড়াল করতেই এমন আচরণ করা হচ্ছে রাষ্ট্রসংঘের মঞ্চে৷ উল্লেখ্য, রাষ্ট্রসংঘের নিরাপত্তা

দিল্লি, ২৮ জুন– ফের রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে মুখ পুড়ল পাকিস্তানের৷ ভারতের কড়া বার্তায় একেবারে কোনঠাসা পাকিস্তান৷ সম্মেলনে বিতর্ক চলাকালীন জম্মু-কাশ্মীর ইসু্য নিয়ে সুর চড়ায় ইসলামাবাদ৷ সেই মন্তব্যের জবাবে ভারতের প্রতিনিধি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভিত্তিহীন মন্তব্য ছড়ানো হচ্ছে৷ নিজের দেশে শিশুদের বিরুদ্ধে হিংসার ঘটনা আড়াল করতেই এমন আচরণ করা হচ্ছে রাষ্ট্রসংঘের মঞ্চে৷
উল্লেখ্য, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধ এবং যুদ্ধের ফলে শিশুদের পরিস্থিতি নিয়ে বিতর্ক চলাকালীনই ফের জম্মু-কাশ্মীর প্রসঙ্গ এনে বলতে শুরু করেন পাকিস্তানের প্রতিনিধি৷ যা শোনামাত্র প্রতিবাদ করে ভারত৷ পাকিস্তানের মন্তব্যের পরেই পালটা জবাবে ভারতের প্রতিনিধি আর রবীন্দ্র সাফ জানিয়ে দেন, জম্মু-কাশ্মীর আর লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ৷
তার পরেই নাম না করে পাকিস্তানকে তোপ দাগেন রাষ্ট্রসংঘে ভারতের ডেপুটি প্রতিনিধি রাজীব৷ তিনি বলেন, “আমি খুব সংক্ষেপে বলতে চাই, আমার দেশের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মন্তব্য করছেন এক প্রতিনিধি৷ এই বক্তব্যের কোনও ভিত্তি নেই৷ আমি সমস্ত বক্তব্যই খারিজ করছি৷”
পাকিস্তানকে আরও কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “এটা আর কিছুই নয়, কেবল নিজের দেশে হওয়া শিশু নির্যাতনের ঘটনা থেকে নজর ঘোরানোর আরেকটা প্রচেষ্টা৷ এমন আচরণ করতে তারা অভ্যস্ত৷ রাষ্ট্রসংঘের রিপোর্টেও সেদেশের শিশুদের করুণ অবস্থার কথা তুলে ধরা হয়েছে৷ কিন্ত্ত সেই সমস্যা সমাধানের চেষ্টাই করা হয়নি৷ তবে এই দেশ বা তাদের রাষ্ট্রসংঘের প্রতিনিধি যাই মনে করুন না কেন, জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভারতেরই অংশ৷”