চিনকে চাপে ফেলল ভারত, নৌবাহিনীর হাতে দ্বিতীয় পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন আইএনএস অরিঘাত
শত্রুকে লক্ষ্য করে পরমাণু অস্ত্র ছুড়তে সক্ষম আইএনএস অরিঘাত। অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই সাবমেরিন নৌবাহিনীর তালিকায় সংযুক্ত হল। নৌবাহিনীর দক্ষতা ও আধুনিকতার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে চিন। এবার চিনকে টেক্কা দেওয়ার মতো অস্ত্রবহনকারী দ্বিতীয় সাবমেরিনের অধিকারী হল ভারতও। বৃহস্পতিবার বিশাখাপত্তনমের জলে ভাসল আইএনএস 'অরিঘাত' । এই খবরে রীতিমতো চাপে পড়ল চিন।