সৌদির সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে হাত মেলাল ভারত

সৌদির সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে হাত মেলাল ভারত

দিল্লি- নৈপ্রধান সুনীল লামবা সৌদি আরব সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করলেন। চার দিনের সফরে তিনি সৌদি আরব গিয়েছিলেন।

দুই দেশের সামরিক ক্ষেত্রে সামরিক আশ্বাস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ভারতের প্রতিরক্ষা দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, দুই দেশের প্রতিরক্ষা দফতরের শীর্ষ কর্তাদের মধ্যে আলোচনা হয়েছে।

এছাড়া ভারত এবং সৌদির সশস্ত্র বাহিনীর মধ্যে একে অপরকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। লামবার সঙ্গে সৌদির প্রতিরক্ষা দফতরের মধ্যে আলোচনা হয়েছে সেদেশের নিরাপত্তা এবং দুদেশের স্বার্থ রক্ষা নিয়ে।


নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মা জানিয়েছেন, নৌপ্রধান বৈঠক করেছেন সৈদি আরবের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী মহম্মদ বিন আব্দুল্লাহ অল-আয়েশ সহ অন্যান্য শীর্ষ কর্তাদের সঙ্গে। তিনি আরও জানিয়েছেন, ভারতের নৌপ্রধান সেদেশের সামরিক উত্থান নিয়ে আলোচনা করেছেন সৌদি প্রশাসনের সঙ্গে।