ভারত ইতিমধ্যেই ন্যাশনাল কোয়ান্টাম মিশনের কাজ শুরু করেছে। কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়নের লক্ষ্যেই এই মিশন শুরু করা হয়েছে। বর্তমানে ডিজিটাল সিস্টেম সেনসেটিভ ডেটা নিয়ে কাজ চলছে। এই তথ্যের সুরক্ষা ও গ্রাহকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে কোয়ান্টাম সুরক্ষিত কমিউনিকেশন ব্যবহার করা হচ্ছে।
কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন আগামিদিনে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও বিশেষভাবে কাজে লাগবে । স্টার্টআপ কোম্পানিগুলিও এই প্রযুক্তিকে ব্যবহার করে লাভবান হচ্ছে ।