লক্ষ্য পাকিস্তান হলেও চিনেও আঘাত হানতে সক্ষম নয়াদিল্লির প্রযুক্তি

দিল্লি, ১৮ জুন– পাকিস্তান যে ভারতের কতবড় জাতশত্রু তা গোটা বিশ্বের জানা৷ বিশ্বের বাজারে দেনায় জর্জরিত পাকিস্তানের অগ্নিমূল্যের বাজার, জনগণ না খেতে পেয়ে মরছে৷ তারজন্য কিছু করতে না পারলেও কোটি-কোটি টাকা খরচ হচ্ছে অস্ত্র আমদানিতে, জঙ্গি তৈরিতে৷ তা সে ধার করে হলেও উজার করে খরচ করছে পাক সরকার৷ শুধু কি জঙ্গি তৈরি, পরমাণু বোমা ক্ষেত্রেও ভারতকে টেক্কা দিতে চাইছে পাকিস্তান৷
তবে যদি অস্ত্রের কথাই ধরা হয় তবে এ ব্যপারে ভারতের কাছে নেহাতই কণামাত্রা পাকিস্তান৷ সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, ভারতের হাতে পাকিস্তানের তুলনায় অনেক বেশি পরমাণু অস্ত্র আছে৷ যদিও তা আরেক প্রতিবেশী রাষ্ট্র চিনের তুলনায় সামান্যই বলা যায়৷ সুইডিশ থিঙ্কট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট সোমবার এই রিপোর্ট প্রকাশ্যে এনেছে৷ গত এক বছরে চিন অন্তত ৯০টি পরমাণু অস্ত্র বানিয়েছে বলে জানা গিয়েছে ওই সমীক্ষায়৷ ২০২৩ সালের জানুয়ারিতে চিনের হাতে ছিল ৪১০টি পরমাণু অস্ত্র৷ চলতি বছরের জানুয়ারিতে তা বেডে় হয়েছে ৫০০৷ সিপ্রি বলেছে, ভারতের পরমাণু অস্ত্রের মূল লক্ষ্য পাকিস্তান হলেও তারা গত এক বছরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োগে উন্নতি ঘটিয়েছে, যার ফলে এখন চিনেও আঘাত হানতে সক্ষম প্রযুক্তি হাতে রয়েছে নয়াদিল্লির৷ সিপ্রি-র সমীক্ষায় বলা হয়েছে, জানুয়ারি পর্যন্ত তথ্য মিললেও তারপরেও চিনের কমিউনিস্ট সরকার পরমাণু যুদ্ধাস্ত্র গবেষণা চালিয়ে যাচ্ছে৷ শুধু চিন একাই নয়, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ভারত এবং পাকিস্তানের মতো ৯টি পরমাণু শক্তিধর দেশ লাগাতার পরমাণু অস্ত্র উন্নত করে চলেছে৷ একইসঙ্গে পরমাণু অস্ত্র প্রয়োগের উৎক্ষেপণ যন্ত্র যেমন স্থল, নৌ ও বিমানবাহিনীতে প্রযুক্ত করার গবেষণাকেও এগিয়ে নিয়ে চলেছে৷
রিপোর্টে আরও বলা হয়েছে, প্রায় ২১০০ পরমাণু অস্ত্র ব্যালিস্টিক মিসাইলে নিক্ষেপের জন্য তৈরি করে রাখা আছে৷ যার বেশিরভাগই রাশিয়া ও আমেরিকার কাজ৷ উল্লেখযোগ্য, এবারই প্রথম দেখা গিয়েছে, চিনও এরকম বেশ কিছু পরমাণু বোমা উৎক্ষেপণের জন্য তৈরি করে রেখেছে৷ আগে উল্লিখিত ৬টি দেশ ছাড়াও ব্রিটেন, ইজরায়েল, উত্তর কোরিয়া মিলে প্রায় ৯টি দেশের হাতে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ১২,১২১টি পরমাণু বোমা রয়েছে৷ যার মধ্যে ৯৫৮৫টি ইতিমধ্যেই সেনাবাহিনী জিম্মায় রয়েছে প্রয়োজনে ব্যবহারের জন্য৷ আনুমানিক ৩৯০৪টি পরমাণু অস্ত্র ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমানে লাগিয়ে রাখা আছে আপৎকালীন ব্যবহারের জন্য৷ যা ২০২৩ সালের জানুয়ারির সংখ্যার থেকে ৬০টি বেশি৷ বাকিগুলি রয়েছে নিজ নিজ দেশের অস্ত্রাগারে৷
সিপ্রির রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সব পরমাণু অস্ত্রের ৯০ শতাংশ রয়েছে রাশিয়া ও আমেরিকার হাতে৷ রিপোর্টে বলা হয়েছে, ভারতের হাতে মজুত রয়েছে ১৭২টি পরমাণু অস্ত্র (জানুয়ারি, ২০২৪) এবং পাকিস্তানের হাতে রয়েছে ১৭০টি৷