• facebook
  • twitter
Monday, 16 September, 2024

ভারত-শ্রীলঙ্কার যৌথ সামরিক মহড়া ‘মিত্র শক্তি’র আনুষ্ঠানিক সমাপ্তি

দুই-সপ্তাহব্যাপী এই মহড়া শ্রীলঙ্কার মাদুরু ওয়ায় অবস্থিত আর্মি ট্রেনিং স্কুলে ১২ অগস্ট শুরু হয়

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হল ভারত-শ্রীলঙ্কার বার্ষিক দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘মিত্র শক্তি’-র দশম সংস্করণ। দুই-সপ্তাহব্যাপী এই মহড়া শ্রীলঙ্কার মাদুরু ওয়ায় অবস্থিত আর্মি ট্রেনিং স্কুলে ১২ অগস্ট শুরু হয়।

এই মহড়ার মূল লক্ষ্য হল – দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক সমঝোতা বৃদ্ধি এবং সামরিক সম্পর্কের ভিত্তিকে আরও মজবুত করে তোলা এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়া।

ভারতের তরফে রাজপুতানা রাইফেলের এক ব্যাটালিয়ন এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর মোট ১০৬ জন অংশগ্রহণ করেন। আর শ্রীলঙ্কার হয়ে যোগদান করে সে দেশের সেনাবাহিনীর গাজাবা রেজিমেন্ট।

এই সফল মহড়ার মাধ্যমে ভারত মহাসাগর এবং সেই সংলগ্ন এলাকায় সন্ত্রাসবাদ এবং আরও অন্যান্য আশঙ্কার মোকাবিলা করা সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেছে দুই দেশের সেনাবাহিনী।

মহড়াটি ভারতের ‘সাগর’ (সিকিওরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন) এবং ‘নেইবারহুড ফার্স্ট’ নীতিকেই মাথায় রেখে করা হয়। গত বছর এই মহড়া অনুষ্ঠিত হয় পুনেতে।