কেজরির গ্রেফতারি থেকে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ
দিল্লি, ৩০ মার্চ— ভোটের মুখে ফের এককাট্টা হচ্ছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’৷ লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী প্রবল হাওয়া প্রবল করতে রাজধানীর বুকে ইন্ডিয়া বৈঠক দিল্লিতে৷ রবিবার, ৩১ মার্চ দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে মোদী বিরোধী বিশাল জনসভা৷ ইন্ডিয়া জোটের ডাকে এই সভায় নাম দেওয়া হয়েছে, রিমুভ ডিক্টেটরশিপ, সেভ ডেমোক্র্যাসি অর্থাৎ তানাশাহি হটাও, গণতন্ত্র বাঁচাও৷ বিশেষত দিল্লির মুখ্যমন্ত্রী তথা ইন্ডিয়া জোটের অন্যতম মুখ অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর আর চুপ করে বসে থাকা উচিত হবে না সিদ্ধান্ত নিয়েই এই মহাসমাবেশ৷ দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে তাদের ভোটের প্রচারের টাকা আটকে রাখা হচ্ছে৷ এসব নিয়ে প্রতিবাদসভার ডাক দেওয়া হয়েছিল রামলীলা ময়দানে৷
ইন্ডিয়া জোটের বিশাল সমাবেশে দেখা যাবে বিরোধী শিবিরের তাবড়-তাবড় নেতাদের৷ সূত্রের খবর, যোগ দিতে চলেছেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডেরেক ও’ব্রায়েন সহ ১৩টি দলের তাবড় নেতৃত্ব৷ এই সমাবেশে ডিএমকে থেকে কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাও উপস্থিত থাকবেন৷ সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্যথেকে ফরওয়ার্ড ব্লকের জি দেবরাজনও ভাষণ দেবেন৷
উল্লেখযোগ্য হল, ঝাড়খণ্ডের গ্রেফতার হওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন সমাবেশে ভাষণ দেবেন৷ এমনকী এই মহাসমাবেশে যোগ দিতে অনুরোধ করা হয়েছে ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালকেও৷ কারণ, দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে এই সমাবেশের ডাক দিয়েছিল ইন্ডিয়া জোট৷ যদিও তিনি এখনও যাবেন কি না তা পরিষ্কার করেননি৷
এই সমাবেশের অনুপতি পুলিশ প্রথম দিলেও পরে শুক্রবার নির্বাচন কমিশনের নির্দেশে অনুমতি দিতে বাধ্য হয়৷ পুলিশের এই অনুমতিকে প্রাথমিক জয় হিসেবেই দেখছে ইন্ডিয়ার নেতারা৷ একযোগে সমস্ত বিরোধী দলের অভিযোগ, ভোটের আগে দেশজুডে় তাদের নিশ্চিহ্ন করতে চক্রান্ত চালাচ্ছে বিজেপি সরকার৷ বেছে বেছে বিরোধী দলের নেতাদের বিভিন্ন মামলায় গ্রেফতার করা হচ্ছে৷ তাঁদের বাডি়তে তল্লাশি চালাচ্ছে ইডি, সিবিআই এবং আয়কর দফতর৷ ভোটের প্রচারকাজে বাধা সৃষ্টি করে যখন তখন সমন পাঠিয়ে প্রার্থীদের দিল্লিতে তলব করা হচ্ছে৷ এর বিরুদ্ধে আওয়াজ তোলা প্রয়োজন৷