দিল্লি, ২৪ জুন– নতুন লোকসভায় কে স্পিকার হবেন, তা এখনও স্থির হয়নি৷ আগামী ২৬ জুন হবে স্পিকার নির্বাচন৷ তার আগে সংসদ পরিচালনা করার জন্য বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাবকে প্রোটেম বা অস্থায়ী স্পিকার নির্বাচন করা হল৷ সোমবার অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি ভবনে শপথবাক্য পাঠ্য করেন তিনি৷ আর এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সরগরম বিরোধীরা৷
সবচেয়ে বর্ষীয়ান সাংসদ কেন প্রোটেম স্পিকার নন কেন প্রশ্ন তুলে বিরোধীরা ঘিরে ধরেছে মোদি সরকারকে৷ তবে সব আপত্তি উডি়য়েই সোমবার থেকে শুরু হল লোকসভা অধিবেশন৷ নতুন সরকার গঠনের পর সোমবারই সংসদে প্রথম অধিবেশন বসল৷ অধিবেশনে প্রথম বক্তৃতা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁকে সংসদে বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান জানান ভর্তৃহরি৷ তাঁর তত্ত্বাবধানেই নবনির্বাচিত সাংসদরা শপথবাক্য পাঠ করলেন৷
নতুন প্রোটেম স্পিকার নিয়োগকে ঘিরেই তুমুল বিরেধীতায় বিরোধীরা৷ ভর্তৃহরির নিয়োগ নিয়ে বিরোধীদের প্রশ্ন, নিয়ম অনুযায়ী, সংসদের সবচেয়ে বর্ষীয়ান সাংসদকেই প্রোটেম স্পিকার করা হয়৷ সে দিক থেকে দেখতে গেলে এ বারের লোকসভায় সবচেয়ে বর্ষীয়ান সাংসদ কংগ্রেসের সুরেশ কোদিকুন্নিল৷ তিনি আট বারের সাংসদ৷ তবে সুরেশকে বাদ দিয়ে ভর্তৃহরিকে প্রোটেম স্পিকার কি করে করা হল?
কংগ্রেস সাংসদ সুরেশ এই প্রসঙ্গে সংবাদসংস্থাকে বলেন, ‘এনডিএ সরকার লোকসভার নিয়ম ভেঙেছে৷ এখনও পর্যন্ত নিয়ম ছিল, সবচেয়ে বেশি বার জেতা সাংসদকেই প্রোটেম স্পিকার করা৷ সে দিক থেকে আমি আট বারের সাংসদ, আর ভর্তৃহরি সাত বারের সাংসদ৷ এনডিএ সরকার আবারও বিরোধী দলকে অপমান করল৷ তাই বিরোধী জোট ‘ইন্ডিয়া’ সর্বসম্মতিক্রমে অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে৷’’অধিবেশনের প্রথম দিনে প্রধানমন্ত্রীর ভাষণ শেষে নীরবতা পালনের পর লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপলকুমার সিংহ নির্বাচিত সাংসদের তালিকা পেশ করেন৷ তার পরই লোকসভার দলনেতা হিসাবে শপথ নেন মোদি৷