বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি, আধার কার্ড, ক্রেডিট কার্ড সংক্রান্ত একাধিক নিয়মে বদল

নতুন মাস না পড়তেই আর্থিক লেনদেনের নিয়মে এল নানা বদল। গ্যাসের দাম, ক্রেডিট কার্ড, তৈলপণ্য ইত্যাদি বিষয়ে বিভিন্ন খুঁটিনাটি পরিবর্তন হল, যার জের এসে পড়বে সাধারণ মানুষের উপরই। কী কী জিনিসের আর্থিক পরিবর্তন হচ্ছে, জেনে নিন।

বর্তমানে আধার কার্ড আপডেট করতে কোনো চার্জ লাগে না। অথচ, ১৪ সেপ্টেম্বরের পর থেকে আধার আপডেট করাতে গেলে দিতে হবে ৫০ টাকা। অর্থাৎ, বিনামূল্যে আধার আপডেট করানোর শেষ সময়সীমা ১৪ সেপ্টেম্বর।

১ সেপ্টেম্বর থেকে দাম বাড়ছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। ১৯ কেজি সিলিন্ডারের দাম আগের থেকে ৩৯ টাকা বাড়ছে, যার ফলে গ্যাস কিনতে হোটেল-রেস্তোঁরার খরচ আরও বাড়বের। এর চাপ এসে পড়বে সাধারণ মানুষের পকেটের উপরেই।


বরং দাম কমছে এয়ার টারবাইন ফুয়েল (এটিএফ)-এর। সেপ্টেম্বর থেকে প্রতি লিটার এটিএফ-এর দাম কমে হচ্ছে ৯৩,৪৮০ টাকা, যা এতদিন ছিল ৯৭,৯৭৫ টাকা।