ধর্মকথা শুনতে লক্ষাধিকের ভিড় উত্তরপ্রদেশের মিরাটে, পদপিষ্ট হলেন বেশ কয়েকজন

উত্তরপ্রদেশের হাথরসের পর এ বার আবার এক ধর্মগুরুর অনুষ্ঠানে বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হলেন বেশ কয়েকজন। এঁদের মধ্যে রয়েছেন কয়েকজন বৃদ্ধ ও মহিলাও। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের মিরাট জেলায়। জানা গিয়েছে, ওই অনুষ্ঠানে কয়েক লক্ষ পুণ্যার্থী হাজির হয়েছিলেন। আর তার জেরে পদপিষ্ট হন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রসঙ্গত, গত জুলাইয়ে হাথরসের এক ধর্মীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলার জেরে পদপিষ্টের ঘটনা ঘটে। 

শুক্রবার মিরাট জেলার পরতাপুরের শতাব্দীনগরে প্রদীপ মিশ্র নামে এক ধর্মগুরুর ‘কথা’ অনুষ্ঠান ছিল।  অনুষ্ঠানের আয়োজন করেছিল কেদারেশ্বর সেবা সমিতি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ অনুগামী এবং ভক্ত এসে হাজির হয়েছিলেন। ১৫ ডিসেম্বর থেকে এই অনুষ্ঠান চলছে। দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই অনুষ্ঠান হয়। শনিবার এই অনুষ্ঠানের শেষ দিন। শুক্রবারও এই অনুষ্ঠানে লক্ষাধিক ভক্ত হাজির হয়েছিলেন। তখনই এই দুর্ঘটনা ঘটে। 
 
জানা গিয়েছে, মূল অনুষ্ঠানকেন্দ্রের প্রবেশপথে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ভক্তরা। আর তখনই এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। আহতদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত ভক্ত সমাগমের কারণে, সবাই অনুষ্ঠান কেন্দ্রে ঢুকতে পারেননি। ভক্তরা তখন জোর করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেন। তখন উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি শুরু হয়ে যায়। সেই সময় ধাক্কাধাক্কিতে প্রবেশপথে পড়ে যান কয়েকজন বৃদ্ধ ও মহিলা। তবে কত জন পদপিষ্ট হয়েছেন, আহতের সংখ্যা কত, তা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি স্থানীয় প্রশাসন।
 
গত জুলাই মাসে উত্তরপ্রদেশেরই হাথরসে ভোলেবাবা নামে এক ধর্মগুরুর সভাতেও বিশৃঙ্খলার কারণে পদপিষ্ট হন বহু মানুষ। ফুলারি গ্রামের সেই মর্মান্তিক ঘটনায় ১২১ জনের মৃত্যু হয়েছিল। আহত হন শতাধিক মানুষ।