• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আঁতাতেই আমায় ইডি ডাকে, বিজয়নকে নয় রাহুল গান্ধি

ন্যাশনাল হেরল্ড মামলায় রাহুলকে পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই প্রসঙ্গ টেনেই পিনারাইকে নিশানা করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

কীন্যাশনাল হেরল্ড মামলায় রাহুলকে পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই প্রসঙ্গ টেনেই পিনারাইকে নিশানা করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

গত সপ্তাহে তাঁর সাংসদ অফিসে হামলা চালিয়েছিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই।

তারপর শনিবার প্রথম কেরলের ওয়ানাড়ে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। কংগ্রেসের জনসভা থেকে রাহুল তীব্র আক্রমণ শানালেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে।

এদিন রাহুল বলেন, বিজেপির বিরুদ্ধে কথা বললেই এখন কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেওয়া হয়। আমায় পাঁচ দিন ধরে জেরা করেছে। কিন্তু কেরলের মুখ্যমন্ত্রীকে ডাকছে না। তাঁকে রেয়াত করা হচ্ছে।

কারণ বিজেপি আর সিপিএমের বোঝাপড়া রয়েছে। ওরা হরিহর আত্মা। কেরলের সোনা পাচার কাণ্ডে নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর পরিবারের।

স্বপ্না সুরেশ নামের এক কেন্দ্রীয় সরকারি আমলাকে ২০২০ তে তিরুঅনন্তপুরম বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছিল।

তিনি কুটনৈতিক চ্যানেল ব্যবহার করে দুবাই থেকে ৩০ কেজি সোনা নিয়ে দেশে ফেরেন বলে অভিযোগ। তিনি সম্প্রতি আদালতে বয়ান দিয়ে বিজয়ন ও তাঁর পরিবারের বিষয়ে বলেন বলে অভিযোগ।

এদিন রাহুল গান্ধি বলেন, ওই পাঁচ দিন ডেকে জেরা করা আমার কাছে পদকের মতো। আমি চাই আবার ডাকুক।

কিন্তু বিজেপি ভাবছে আমায় বারবার ডেকে, একই প্রশ্ন করে মুশকিলে ফেলবে। এর চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না।