দু’সপ্তাহের কম সময়ে লিটারে আট টাকা বাড়ল পেট্রল ও ডিজেলের দাম

Petrol.

দু’সপ্তাহের মধ্যে লিটারে মোট ৮ টাকা বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। রবিবার রাজধানী দিল্লিতে লিটার প্রতি ৮০ পয়সা বেড়ে পেট্রলের দাম পৌঁছে গেল ১০৩ টাকা ৪১ পয়সায়। ডিজেলের দাম বেড়ে হল ১০২ টাকা ৬১ পয়সা।

কলকাতায় আরও মহার্ঘ হল পেট্রোপণ্য। রবিবার লিটার প্রতি ৮৪ পয়সা বেড়ে পেট্রলের দাম হল ১১৩ টাকা ৩ পয়সা।

৮০ পয়সা বেড়ে ডিজেলের দামও সেঞ্চুরি ছোঁয়ার পথে। হয়েছে ৯৭ টাকা ৮২ পয়সা। প্রতি রাজ্যেই ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের মূল্য।


পাঁচ রাজ্যের ভোট শেষ হতেই শুরু হয় পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধি। ২২ মার্চ থেকে এই নিয়ে ১১ বার বাড়ল তেলের দাম।

রবিবার পুরনো সমস্ত রেকর্ড ভেঙে কলকাতায় পেট্রলের পৌঁছল সর্বকালীন উচ্চতায়। সব মিলিয়ে পেট্রল ও ডিজেলে লিটার প্রতি মূল্যবৃদ্ধি ৮ টাকা।