• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ভারতে করোনা টিকা মানব শরীরে দেওয়া শুরু, ভ্যাক্সিন দিচ্ছে জাইডাস ক্যাডিলা

কোভিড ১৯-এর সবচেয়ে বড় ট্রায়াল শুরু হল ভারতে। মানুষের শরীরে টিকা দিতে শুরু করলো আমেদাবাদের জাইডাস ক্যাডিলা সংস্থাটি।

প্রতিকি ছবি (Photo: iStock)

কোভিড ১৯-এর সবচেয়ে বড় ট্রায়াল শুরু হল ভারতে। মানুষের শরীরে টিকা দিতে শুরু করলো আমেদাবাদের জাইডাস ক্যাডিলা সংস্থাটি। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ভ্যাক্সিনের ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোলের অনুমতি মিলেছিল আগেই। সংস্থাটি জানিয়েছে দুই পর্বে ১০৪৮ জনকে টিকা দেওয়া হবে।

ভারতে ভ্যাক্সিনের দৌড়ে এগিয়ে জাইডাস ক্যাডিলা তৈরি জাইকভ ডি ভ্যাক্সিন ক্যানডিডেট এবং বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের তৈরি কোভ্যাক্সিন। এই দুটি ভ্যাক্সিন ক্যান্ডিডেটই ক্লিনিকাল ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোলের অনুমোদন পেয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের ডক্টর বলরাম ভার্গব গতকালই জানিয়েছিলেন দেশের বিভিন্ন জায়গায় এই দুটি ভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। প্রতিটি ক্ষেত্রে প্রায় হাজার জন করে স্বেচ্ছাসেবক বেছে নেওয়া হয়েছে।

সিটিআরআই-র তরফে জানানো হয়েছে, জাইডাস ক্যাডিলা ভ্যাক্সিনের ট্রায়াল হবে দু’রকম ভাবে। ইনক্লুশন এবং এক্সক্লুশন। ইন্টারমাস্কুলার ইঞ্জেকশন দেওয়া হবে স্বেচ্ছাসেবকদের।