ইন্ডিয়ান ইনস্টিটুট অব টেকনােলজির মাদ্রাজ ক্যাম্পাসে আরও ৭৯ জনের করােনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে আইআইটি মাদ্রাজে করােনা আক্রান্ত বেড়ে হয়েছে ১৮৩ জন। রাজ্যের বরিষ্ঠ এক স্বাস্থ্য আধিকারিক এই খবর দিয়েছেন।
তামিলনাড়ুর স্বাস্থ্যসচিব জে রাধাকৃষ্ণন জানান, ১ ডিসেম্বর থেকে আইআইটি মাদ্রাজে কোভিড পরীক্ষার জন্য ৯৭৮ জনের নমুনা নেওয়া হয়েছিল। তার মধ্যে মঙ্গলবার পর্যন্ত ১৮৩ জনের রিপাের্ট পজিটিভ এসেছে। ২৫ টি নমুনার রিপাের্ট আসা বাকি। ফলে আইআইটি মাদ্রাজে কোভিড পজিটিভের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
তিনি জানান, এর আগে সােমবার ১০৪ জনের কোভিড রিপাের্ট পজিটিভ এসেছিল। মঙ্গলবার এল আরও ৭৯ জনের। ৭০০ জন রিসার্চ স্কলার এই মুহূর্তে রয়েছেন আইআইটি মাদ্রাজে। ৯ টি হস্টেলে তাদের রাখা হয়েছে। করােনা ভাইরাসে আক্রান্ত ১৮৩ জনের মধ্যে ১০৪ জনই পড়ুয়া। বাকিরা ওই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কোনও না কোনও ভাবে যুক্ত।