• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিহারে নির্বাচিত জনপ্রতিনিধিদের ৬৮% শতাংশের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা

বিহারে ২৪৩জন বিধায়কের ১৬৩জন হলফনামায় জানিয়েছেন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ৫১ শতাংশের বিরুদ্ধে খুন,মহিলা অত্যাচার, অপহরণের ফৌজদারি মামলা রয়েছে।

বিহার ভােট (Photo: IANS)

সদ্য শেষ হয়েছে বিহার বিধানসভা নির্বাচন ভােটে জয়ী হয়ে মসনদ দখল করেছে এনডিএ। ভােটের প্রচারে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির কণ্ঠে বারবার শােনা গিয়েছিল অতীতে বিহারে জঙ্গলরাজ । কিন্তু আদৌ কি বদলেছে বিহারের ছবি!

নির্বাচনের পর জানা যাচ্ছে, চলতি বছরের বিহার বিধানসভা ভােটে জয়ী জনপ্রতিনিধিদের দুই- তৃতীয়াংশ বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ সহ বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে। এমনকি তাদের শিক্ষাগত যােগ্যতাও খুব একটা ভালাে নয়। কিন্তু আশ্চর্যজনক ভাবে এই সমস্ত বিধায়করা অত্যন্ত ধনী। এক সমীক্ষায় জানা গিয়েছে বিহার বিধানসভা নির্বাচনে জয়ী হওয়া জনপ্রতিনিধিদের ৮১ শতাংশ কোটিপতি।

অ্যাসােসিয়েশন ফর ডেমােক্রেটিক রিফরমস এর রিপাের্ট অনুযায়ী, বিহারে ২৪৩ জন বিধায়ক এর মধ্যে ১৬৩ জন হলফনামায় জানিয়েছিলেন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এদের মধ্যে ৫১ শতাংশের বিরুদ্ধে খুন, মহিলাদের বিরুদ্ধে অত্যাচার, অপহরণের মতাে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। এমনকি হলফনামার তথ্য দিয়েছেন খোদ আবেদনকারীরা অর্থাৎ বর্তমানে জনপ্রতিনিধিরা।

আরজেডির ৭৪ জন জয়ী হওয়া প্রার্থীর মধ্যে ৫৪ জন, বিজেপি ৭৩ জন জয়ী হওয়া প্রার্থীর মধ্যে ৪৭ জন এবং জেডিএস ৪৩ জন প্রার্থীর মধ্যে ১০ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।

২৪৩ জন বিধায়ক এর মধ্যে ১৯৪ জনই কোটিপতি। এর মধ্যে সর্বাধিক কোটিপতি বিধায়ক রয়েছে বিজেপির। বিজেপির জয়ী হওয়া বিধায়কদের মধ্যে ৬৫ জন, আরজেডির ৬৪ জন, নীতিশ কুমারের দলের ৩৮ জন, কংগ্রেসের ১৪ জন বিধায়ক কোটিপতি।

শুধু তাই নয় এই বিধায়কদের ৮২ জনের শিক্ষাগত যােগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে।