অন্ধ্রপ্রদেশে ট্রাক উল্টে কাজুর বস্তার নিচে চাপা পড়ে মৃত্যু ৭ জনের 

অন্ধ্রপ্রদেশে একটি ট্রাক উল্টে মৃত্যু হল ৭ জনের।  গুরুতর আহত আরও ২ জন। দুর্ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার দেবরাপল্লিতে।  পূর্ব গোদাবরী জেলার পুলিশ সুপার নরসিমা কিশোর সাংবাদিকদের বলেন, ‘এই দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে।  দুজন কোনওমতে প্রাণে বেঁচেছে। তাঁরা কথা বলতে পারছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।’  এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ট্রাক অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার বররামপলেম গ্রাম থেকে কাজুবাদাম নিয়ে নিদাদাভোলু মণ্ডলের তাদিমাল্লায় যাচ্ছিল । সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দেবরাপল্লী মন্ডলের চিলাকাওয়ারিপাকালুর কাছে ফসলের খাদে উল্টে যায়। সেই সময় ট্রাকে চালক-সহ ১০ জন ছিলেন। ঘটনার পর চালক সেখান থেকে পালিয়ে যান। কাজু ভর্তি বস্তার নিচে চাপা পড়ে মৃত্যু হয় ৭ জনের। জানা গিয়েছে, মৃতরা লরির ছাদের উপর বসেছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের সাহায্যে উদ্ধার করা হয় ৭টি মৃতদেহ। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
 
পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পলাতক ট্রাক চালকের খোঁজ চলছে।