• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

২৬ বছরে দিল্লিতে তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে

বৃহস্পতিবার গত ২৬ বছরে রাজধানীতে তাপমাত্রা নেমে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, যা ‘শীতলতম অক্টোবর' বলে আখ্যা দেওয়া হয়েছে।

প্রতিকি ছবি (Photo: IANS)

নভেম্বর মাসের আর মাত্র তিনদিনের অপেক্ষা। এরমধ্যে বৃহস্পতিবার গত ২৬ বছরে রাজধানীতে তাপমাত্রা নেমে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, যা ‘শীতলতম অক্টোবর’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

মৌসম ভবনের পূর্বাভাস, নভেম্বর পড়ার আগেই দিল্লি শীতের কবলে চলে যেতে পারে। তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে। আকাশে মেঘের অভাবেই তাপমাত্রা সর্বনিম্ন হতে পারে বলে আবহবিদেরা জানিয়েছেন। ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে কুয়াশা’র প্রকোপও বাড়বে।

Advertisement

প্রসঙ্গত, গত ডিসেম্বরে ১১৮ বছরের রেকর্ড ভেঙে দিল্লির তাপমাত্রা ২ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল। তাপমাত্রা নিম্নমুখী হলে করােনা সংক্রমণের অতি ঘটবে বলে মনে করছেন অনেকেই। এ বিষয়ে তথ্য-প্রমাণ না থাকলেও বেশ কয়েকটি সমীক্ষায় দেখা গিয়েছে, ইউরােপ-আমেরিকার যেসব অঞ্চলে গড় তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কম সেখানে করােনার প্রকোপ বেশি। 

Advertisement

১৯৯৪’র ৩১ অক্টোবর দিল্লিরে তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল বলে মৌসম ভবনের তথ্যে উঠে এসেছে। এরপর আর তাপমাত্রা নিম্নমুখী হয়নি। এদিন ইন্ডিয়া মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের (আইএমডি) আঞ্চলিক অধিকর্তা কুলদীপ শ্রীবাস্তব বলেন, ১৯৩৭ সালের ৩১ অক্টোবর দিল্লির তাপমাত্রা ৯৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। সেটাই সর্বকালীন রেকর্ড। তিনি আরও জানান, সাধারণত এই সময় দিল্লির তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির কাছে থাকে।

Advertisement