ঋণে ডুবতে বসেছে মোদির ভারত, পথ দেখাতে পারে ঋণের পরিমাণ কমানো
দিল্লি, ১৮ জানুয়ারি– ভারতকে বিপদ সংকেত দেখিয়ে সতর্ক করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)৷ যে গতিতে ভারতের ক্ষণের পরিমাণ বাড়ছে তাতে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি)-কেও টপকে যেতা পারে বলেই রিপোর্ট পেশ করল আইএমএফ৷ যদিও আইএমএফের এই সতর্কবাণী অদেখা করে নরেন্দ্র মোদি সরকারের যুক্তি, ঋণ নিয়ে দেশের ঝুঁকি খুব কম কারণ সার্বভৌম ঋণ মূলত দেশীয় মুদ্রায়