• facebook
  • twitter
Wednesday, 16 April, 2025

উত্তর ভারতের একাধিক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা

উত্তর ভারতের একাধিক জায়গায় তাপমাত্রার উর্ধ্বগতির মধ্যেই আগামী ৪৮ ঘণ্টায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন।

উত্তর ভারতের একাধিক জায়গায় তাপমাত্রার উর্ধ্বগতির মধ্যেই আগামী ৪৮ ঘণ্টায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন। রাজস্থানে তাপপ্রবাহের সম্ভাবনার বিচারে ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে। সেখানে দিন এবং রাতের তাপমাত্রা খুবই বেশি থাকবে বলে সতর্ক করা হয়েছে। ৪৮ ঘন্টার পর পরিস্থিতি উন্নত হবে। পরবর্তী ৪-৫ দিন হালকা বৃষ্টিপাত হতে পারে।

দিল্লি, ওড়িশা, রাজস্থানের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে মৌসম ভবন জানিয়েছে, দিল্লিতে ১১ এপ্রিল আঞ্চলিকভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে আবহবিজ্ঞানী  নরেশ কুমার এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন , দিল্লি-এনসিআরে পরবর্তী দুই দিনের জন্য তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে। ১১ এপ্রিল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিল্লির সাফদারজং, রিজ এবং আয়ানগরে  তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস-এর উপরে উঠেছে। দিল্লি বুধবার পর্যন্ত ‘হলুদ সতর্কতা’র আওতায় ছিল। ১০ এপ্রিলের পর রাজধানীতে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

হিমাচল প্রদেশে, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। আইএমডি সোমবার রাজ্যের নিম্ন পাহাড়ি অঞ্চলের কিছু স্থানে তাপপ্রবাহের জন্য ‘হলুদ সতর্কতা’ জারি করেছে। তবে, ৯ এপ্রিল থেকে হিমাচল প্রদেশে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, যা কিছুটা স্বস্তি আনতে পারে। আবহাওয়া দফতর সূত্রে বলা হচ্ছে, ১০ এবং ১১ এপ্রিল সিমলা, কুল্লু, কাংড়া, মান্ডি এবং সিরমৌরের কিছু অংশে বৃষ্টিপাতের সাথে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ১২ এপ্রিল নাগাদ বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ওড়িশাতেও আবহাওয়া দপ্তর তাপপ্রবাহের জন্য ‘হলুদ সতর্কতা’ জারি করেছে। আবহবিজ্ঞানী সঞ্জীব দ্বিবেদী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘পরবর্তী ২৪ ঘন্টা ওড়িশায় হলুদ সতর্কতা জারি হয়েছে।