• facebook
  • twitter
Wednesday, 19 March, 2025

দেশের বিভিন্ন রাজ্যে এবার তীব্র গরম পড়বে, সতর্কবার্তা হাওয়া অফিসের

রোদের তাপে রীতিমতো পুড়তে হবে দেশবাসীকে। আসন্ন গরমের মরসুম নিয়ে দেশবাসীকে আগেভাগেই সতর্ক করল ভারতীয় আবহাওয়া বিভাগ।

২০২৪ সালের মত ২০২৫ সালেও দাপুটে ইনিংস খেলবে গ্রীষ্ম। রোদের তাপে রীতিমতো পুড়তে হবে দেশবাসীকে। আসন্ন গরমের মরসুম নিয়ে দেশবাসীকে আগেভাগেই সতর্ক করল ভারতীয় আবহাওয়া বিভাগ। আইএমডির তরফে জানানো হয়েছে, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই দেশের বিভিন্ন রাজ্যের তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রিতে চলে যাবে। কয়েকটি রাজ্যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে।

অন্যান্য বছর ফেব্রুয়ারি মাসের শেষেও শীতের আমেজ থাকে। মার্চের মাঝামাঝি পর্যন্ত হালকা শীত থাকে অনেক রাজ্যেই। এবার অবশ্য চিত্রটা পুরোপুরি ভিন্ন। ফেব্রুয়ারিতেই গরম পড়ে গিয়েছে। মার্চে তাপমাত্রা যে আরও বৃদ্ধি পাবে, তা বলার অপেক্ষা রাখে না। এর ফলে ধান এবং গম চাষ সরাসরি প্রভাবিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আইএমডি। অতিরিক্ত তাপমাত্রার ফলে মাঠের ফসল মাঠেই শুকিয়ে যাবে। ফলে সেই ফসল রপ্তানি করতে সমস্যা হবে।

আবহাওয়া বিভাগের (আইএমডি) একজন আধিকারিক বলেন, এই বছর মার্চ মাস অস্বাভাবিকভাবে গরম হতে চলেছে। সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা বেশির ভাগ সময়ই স্বাভাবিকের উপরে থাকবে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়বে বলে আশা করা হচ্ছে। মাসের শেষ নাগাদ অনেক রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। কোনও কোনও রাজ্যে ৪৫ ডিগ্রি সেলসিয়াস অবধি পৌঁছে যেতে পারে তাপমাত্রা।