চণ্ডীগড়, ১৪ ফেব্রুযারি – কৃষক আন্দোলনের দ্বিতীয় দিনে ফের অবস্থানরত কৃষকদের উপর আবার টিয়ার গ্যাসের শেল ফাটাল পুলিশ।বুধবার আন্দোলনকারী কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানের দ্বিতীয় দিনে হাজার হাজার বিক্ষোভকারী পাঞ্জাব ও হরিয়ানার শম্ভু সীমান্তে অবস্থান করছিলেন। সেই সময় হরিয়ানা পুলিশ কৃষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ফাটায় বলে জানা গেছে। হরিয়ানার জিন্দ জেলার সিনওয়ালা-খানউরি সীমানাতেও এই রকম অচলাবস্থা চলছে। সেখানে কৃষকদের তাঁদের ট্র্যাক্টর-ট্রলি নিয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা আটকাতে ব্যারিকেড করে দিয়েছে পুলিশ-প্রশাসন। এদিকে কাঁদানে গ্যাস ছোড়া বন্ধ না হলে, কেন্দ্রের সঙ্গে কোনও রকম আলোচনা করবেন না বলে কৃষকদের তরফে জানিয়ে দেওয়া হয়। বুধবার ভারতীয় কিসান ইউনিয়নের নেতা জগজিৎ সিংহ দাল্লেওয়াল অভিযোগ করেন , পুলিশ কৃষকদের উদ্দেশ্যে লাগাতার কাঁদানে গ্যাস ছুড়ে চলেছে। এটি বন্ধ না হলে কৃষকরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসবেন না বলে স্পষ্ট জানান জগজিৎ সিংহ ।