• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

আইইডি বিস্ফোরণ ছত্তিশগড়ের বিজাপুরে , গুরুতর জখম ১ জওয়ান

 বিজাপুর, ১১ ফেব্রুয়ারি –   আইইডি বিস্ফোরণের জেরে জখম হলেন ছত্তিশগড় আর্মড ফোর্সের এক জওয়ান। ছত্তিশগড়ের বিজাপুর জেলার ঘটনা। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। বিজাপুরে জঙ্গল লাগোয়া এলাকায় টহল দিচ্ছিলেন ছত্তিশগড় আর্মড ফোর্সের জওয়ানরা। সেই সময় এই বিস্ফোরণ ঘটলে জখম হন ওই জওয়ান।   ছত্তিশগড় পুলিস সূত্রে জানা গিয়েছে, ছত্তিশগড় জঙ্গল লাগোয়া ওই এলাকায় আইইডি বিছিয়ে রেখেছিল মাওবাদীরা। টহলদারির সময় সেখানে

 বিজাপুর, ১১ ফেব্রুয়ারি –   আইইডি বিস্ফোরণের জেরে জখম হলেন ছত্তিশগড় আর্মড ফোর্সের এক জওয়ান। ছত্তিশগড়ের বিজাপুর জেলার ঘটনা। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। বিজাপুরে জঙ্গল লাগোয়া এলাকায় টহল দিচ্ছিলেন ছত্তিশগড় আর্মড ফোর্সের জওয়ানরা। সেই সময় এই বিস্ফোরণ ঘটলে জখম হন ওই জওয়ান।
 
ছত্তিশগড় পুলিস সূত্রে জানা গিয়েছে, ছত্তিশগড় জঙ্গল লাগোয়া ওই এলাকায় আইইডি বিছিয়ে রেখেছিল মাওবাদীরা। টহলদারির সময় সেখানে চাপ পড়তেই বিস্ফোরণ ঘটে। এরপর তল্লাশি চালিয়ে তিনটি আইইডি উদ্ধার করেছে পুলিশ। ৫ কেজি ওজনের তিনটি বিস্ফোরক উদ্ধার করা হয়।
 

আহত জওয়ানের বিষয়ে ছত্তিশগড় পুলিশের এক অফিসার বলেছেন, “বিস্ফোরণের জেরে ওই জওয়ানের পা গুরুতর জখম হয়। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দান্তেওয়াড়া জেলা হাসপাতালে আহত জওয়ানকে স্থানান্তরিত করা হয়।” সেখান থেকে এয়ারলিফ্টের মাধ্যমে জওয়ানকে রায়পুরে নিয়ে যাওয়া হয়।