আধার কার্ডের পর এবার প্যান কার্ডের ক্ষেত্রেও বৈধ নথি হিসাবে গ্রাহ্য হবে রূপান্তরকামীদের পরিচয় শংসাপত্র। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি এহসানউদ্দিন আমানউল্লাহর বেঞ্চ জানিয়েছে, কেন্দ্রীয় সরকার নীতিগত ভাবে বিষয়টিতে সমর্থন জানিয়েছে। তবে বিষয়টি আরও স্বচ্ছ ও স্পষ্ট করতে কেন্দ্রকে প্যান সংক্রান্ত নিয়মবিধিতে এটি উল্লেখ করার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।
কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে রূপান্তরকামীদের পরিচয় শংসাপত্রই প্যান কার্ডের বৈধ নথি হিসাবে গ্রাহ্য হবে। কেন্দ্র জানিয়েছে, প্যান কার্ডের আবেদনের জন্য রূপান্তরকামীদের অধিকার সুরক্ষা আইন, ২০১৯ অনুযায়ী জেলাশাসকের দেওয়া রূপান্তরকারী পরিচয় শংসাপত্র ব্যবহার করা যাবে ।
প্যান কার্ডে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কোন বিকল্প ব্যবস্থা না থাকায় বিহারের একজন রূপান্তরকামী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। মামলাকারীর বক্তব্য ছিল, ২০১২ সালে তিনি প্যান কার্ড তৈরি করেন। সেই সময় তাঁর লিঙ্গ হিসাবে ‘পুরুষ’ শব্দটির উল্লেখ ছিল। ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ অর্থবর্ষের আয়করও পুরুষ হিসাবেই দেন। আধার কার্ডে তৃতীয় লিঙ্গের বিষয়টি নিয়ে আদালতের নির্দেশের পর কেন্দ্রের তরফে ব্যবস্থা করায় এখন ওই মামলাকারী আধার কার্ড অনুযায়ী রূপান্তরকামী হিসাবে স্বীকৃতি পান। আধার কার্ডের মতো প্যান কার্ডেও যাতে তৃতীয় লিঙ্গ যুক্ত করা হয়, আদালতে তিনি সেই আবেদন জানিয়েছিলেন। ।
এই মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের বক্তব্য জানতে চায় সুপ্রিম কোর্ট । সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বেঞ্চ উল্লেখ করেছে, “মামলাটি নিয়ে আমরা কেন্দ্রের থেকে জবাব চেয়েছিলাম। প্রায় সব দাবি কেন্দ্র মেনে নিয়েছে।”