প্রধানমন্ত্রীর ‘আন্দোলনজীবী’ শব্দটি নিয়ে বিরােধীরা সরব হলেও সমর্থকরা আনন্দে আত্মহারা- তাদের মতে, প্রধানমন্ত্রী যে শুধু ‘বুদ্ধিদীপ্ত’ শব্দ প্রয়ােগ করেছেন তা নয়, শব্দটি রীতিমতাে ‘ওয়ার্ড অফ দ্য ইয়ার’।
দু’দিন আগে সংসদের উচ্চকক্ষে কৃষক আন্দোলন প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মােদি ‘আন্দোলনজীবী’ শব্দটি ব্যবহার করেছিলেন। আন্দোলনজীবী শব্দ নিয়ে চলা তর্জায় অংশ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধি চেনা পরিচিত ছন্দে প্রধানমন্ত্রীকে ‘অন্তরঙ্গ বন্ধু’ বলে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘ক্রোনি-জীবী এমন মানুষ কাদের বলে জানেন, যিনি দেশকে বিক্রি করে দিচ্ছেন।’
পাশাপাশি, কংগ্রেস নেতা পি চিদম্বরমও ওই শব্দটি নিয়ে প্রধানমন্ত্রীকে একহাত নেন। চিদম্বরম টুইট করে লেখেন, ‘আমিও গর্বিত আন্দোলনজীবী ছিলাম।’
সােমবার রাজ্যসভার অধিবেশনে মােদি কৃষক আন্দোলনের নেপথ্যের মদতকারীদের একহাত নিয়ে বলেছিলেন, ‘এখন নতুন একটা শস্য তৈরি হয়েছে, আন্দোলনজীবী। এরা প্রতিবাদ করেই বেঁচে থাকে। নতুন নতুন আন্দোলন কিভাবে শুরু করা যায়, তার পথ খুঁজতে থাকে। দেশের মানুষের এই এক শ্রেণীর লােকজনদের থেকে সতর্ক থাকা উচিত।’
আসাউদ্দিন ওয়াইসি লােকসভায় বলেছেন, নতুন কৃষি আইনগুলাে যুক্তরাষ্ট্র বিরােধী।