রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর পরীক্ষায় সসম্মানে পাশ করেছে কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে কোথাও সেভাবে অশান্তি হয়নি। এবার মন কি বাতেও সেই প্রসঙ্গের অবতারণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি ।
রবিবার নরেন্দ্র মােদি বলেন, অযােধ্যা মামলার রায়ে দেশের মানুষ যেভবে পরিণতমনস্কতা দেখিয়েছেন, ধের্য দেখিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। গােটা বিশ্বের কাছে ভারতের মানুষ যে বার্তা দিতে পেরেছেন, তা হল দেশের স্বার্থের উর্ধে আর কিছু হতে পারে না।
অযােধ্যা মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ’র বেঞ্চ অযােধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি রামলালার পক্ষে দেওয়ার রায় দিয়েছে। অন্যদিকে সুন্নি ওয়াকফ বাের্ডকে অযােধ্যার অন্যত্র পাঁচ একর জমি দেয়ার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।
মন্দির বানাতে তিন মাসের মধ্যে ট্রাস্ট বানানাের জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। যদিও অযােধ্যা রায়ের পর সেভাবে প্রতিক্রিয়া জানাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। তবে মন কি বাতে মনের কথা খুলে বললেন।
অবশ্য এদিনের মন কি বাতে শুধু অযােধ্যা মামলাই নয়, নিজের ছােটবেলার কথাও তুলে আনেন প্রধানমন্ত্রী। সেই প্রেক্ষিতেই এনসিসি-র কথা তুলে তিনি বলেন, এক সময় এনসিসি করতাম। এখনও আমি নিজেকে এনসিসি ক্যাডেট মনে করি। সবার জানা উচিত, এনসিসি হল বিশ্বের সবচেয়ে বড় যুব সংগঠন।