‘আমি তো মানুষ, ভগবান নই’, প্রথম পডকাস্টে স্বীকারোক্তি প্রধানমন্ত্রী মোদীর  

ফাইল চিত্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম পডকাস্ট। পডকাস্টে প্রধানমন্ত্রী বললেন, তিনি মানুষ, ভগবান নন। মোদী নিজেই বলেছিলেন, তিনি ভগবানেরই অংশ। এবার পডকাস্টে তিনি বললেন, ‘আমি ভগবান নই, মানুষ-ই। ভুল আমারও হয়।’ প্রথম পডকাস্ট রেকর্ড করেছেন নরেন্দ্র মোদী। জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথের সঙ্গে ওই পডকাস্ট প্রকাশিত হওয়ার আগে তার একটি প্রোমো সামনে এসেছে।  ২ মিনিট ১৩ সেকেন্ডের ওই প্রোমোই এখন নেটদুনিয়ায় ভাইরাল। সেখানেই প্রধানমন্ত্রীর ওই স্বীকারোক্তি।   

২০২৪-এর লোকসভা ভোটের আগে মোদী বলেছিলেন, ‘আমার জন্ম জৈবিক উপায়ে হয়নি। আমাকে ঈশ্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাকে সেই কাজ শেষ করে ফিরে যেতে হবে।’ প্রধানমন্ত্রীর সেই বক্তব্যে শোরগোল পড়ে যায়। নির্বাচনের মুখে তাকে হাতিয়ার করে বিরোধীরাও। যদিও কোনও ফল মেলেনি। তৃতীয়বারও ক্ষমতায় ফিরেছেন মোদীই। 

মোদী পডকাস্টে বলেন, ‘গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন আমি একটি ভাষণে অসংবেদনশীল মন্তব্য করেছিলাম।আমার ভুল হয়েছিল। আমিও মানুষ, ভগবান নই।’
 
প্রোমোর শুরুতে কিছুটা দ্বিধাগ্রস্ত প্রধানমন্ত্রী মোদী। মৃদু হেসে তিনি বলেন, ‘এটাই আমার প্রথম পডকাস্ট। জানি না, কেমন হবে।’ উত্তরে নিখিল কামাথ জানান, ‘আপনার সামনে বসে কথা বলছি। আমি বেশ নার্ভাস। এটা আমার জন্যও খুব কঠিন এক আলোচনাপর্ব।’  দু’জনের আলোচনার বেশকিছু মুহূর্ত পডকাস্টের আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে।

নিখিল কামাথ তাঁর পডকাস্টের উদ্দেশ্য সম্পর্কে জানান। তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তাঁর ‘খারাপ হিন্দি’ ক্ষমা করতে। মোদীও উত্তরে মজা করে বলেন, ‘হাম দোনোকি অ্যায়সে হি চলেগি।’  কথোপকথনের এক জায়গায় নিখিল কামাথ প্রধানমন্ত্রী মোদীকে জিজ্ঞাসা করেন, তরুণদের জন্য তাঁর কী পরামর্শ রয়েছে, বিশেষ করে যাঁরা রাজনীতিতে যোগ দিতে চান। উত্তরে মোদী বলেন, ‘রাজনীতিতে ভাল মানুষের আসা দরকার। তাঁরা যেন শুধু উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নয়, একটি মিশন নিয়েও আসেন।’


এই আলোচনায় বিশ্বের যুদ্ধ পরিস্থিতি, মোদীর প্রথম ও দ্বিতীয় মেয়াদের তফাৎ এবং রাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণার মতো বিষয়গুলি উঠে আসে। কামাথ বলেন, ‘আমাদের শেখানো হতো যে রাজনীতি একটি নোংরা খেলা।’ মোদী উত্তরে বলেন, ‘যদি আপনি সত্যিই তা বিশ্বাস করতেন, তবে আমাদের এই আলোচনা হতো না।’

এই  বিশেষ আলোচনাপর্ব খুব শীঘ্রই প্রকাশিত হবে, তবে নির্দিষ্ট তারিখ কোনও উল্লেখ করা হয়নি এই প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে জোরদার চর্চা।