ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা হায়দরাবাদের ব্যাঙ্ক আধিকারিকের

প্রতীকী ছবি

ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলেন হায়দরাবাদের এক ব্যাঙ্ক আধিকারিক। সূত্রের খবর, ব্যাঙ্কে চাকরি পাওয়ার পর থেকেই তাঁর খুব কাজের চাপ ছিল। একাধিক আত্মীয়কে সেই কথা জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার কাজ থেকে বাড়ি ফিরেই নিজেকে শেষ করে দেন তিনি। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি হেপাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার হায়দরাবাদের বাচুপল্লি থানা এলাকায় এই ঘটনাটি ঘটে। মৃতের নাম কোটা সত্যলভন্য (৩২)। তিনি অন্ধ্রপ্রদেশের পিঠাপুরমের বাসিন্দা ছিলেন। স্বামীর সঙ্গে হায়দরাবাদের বাচুপল্লি কেআরসিআর কলোনির এমএন রেসিডেন্সিতে থাকতেন তিনি। পাঁচ বছর আগে একই এলাকার বাথুলা বীরমোহনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। বীরমোহন পেশায় একজন আইটি কর্মী। মৃত ব্যাঙ্ককর্মী বাচুপল্লী রাজীব গান্ধী নগরে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

মৃতার কাকা এআরএসভি প্রসাদ পুলিশকে জানিয়েছেন, সত্যলভন্য তাঁকে বেশ কয়েকবার বলেছিলেন ক্রমবর্ধমান চাপের কথা। অন্যান্য আত্মীয়দের কাছেও ব্যাঙ্কের কাজের চাপ নিয়ে অভিযোগ করতেন তিনি। শুক্রবার সংক্রান্তিতে সত্যলভন্য বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বৃহস্পতিবার তিনি যথারীতি ব্যাঙ্কে গিয়েছিল। বাড়ি ফিরেই সোজা অ্যাপার্টমেন্টের ছাদে চলে যান। তারপর সেখান থেকে ঝাঁপ দেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে গুরুতর আহত অবস্থায় তাঁকে নিকটবর্তী এসএলজি হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পরেই ওই ব্যাঙ্ক আধিকারিক মারা যান। পুলিশ একটি মামলা দায়ের করেছে।