১৮ সেপ্টেম্বর কাশ্মীরে ভোট শুরু। তার আগে লাগাতার জঙ্গি হামলা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে উপত্যকায়। এর মধ্যেই এক জঙ্গি নেতার এই পদক্ষেপে কাশ্মীরে শান্তিপ্রক্রিয়ার পক্ষে ইতিবাচক অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে। বিপরীতে প্রভাবশালী হুরিয়ত নেতার এই পদক্ষেপ কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
হুরিয়তের কার্যনির্বাহী পরিষদের সহযোগী গিলানি একদা সাবির শাহ এবং মিরওয়াইজ ওমর ফারুকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিন দশকেরও বেশি সময় ধরে গিলানি বিচ্ছিন্নতাবাদী রাজনীতিতে জড়িত ছিলেন।