• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

মহিলা অবহেলায় ফক্সকনকে রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের

চেন্নাই, ২ জুলাই– মহিলাদের অবহেলার অভিযোগে অভিযুক্ত ফক্সকন৷ তাদের তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে আইফোন তৈরির কারখানায় বিবাহিত মহিলাদের নিয়োগ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে৷ যা নিয়ে নড়েচড়ে বসেছে রাজনৈতিক এবং প্রশাসনিক মহল৷ এক বিবৃতিতে জাতীয় মানবাধিকার কমিশন জানাল, এ ব্যাপারে কেন্দ্রীয় শ্রমসচিব এবং তামিলনাড়ুর মুখ্যসচিবকে নোটিস পাঠিয়েছে তারা৷ অভিযোগের বিষয়ে সবিস্তার রিপোর্ট জমা দিতে বলেছে এক সপ্তাহের

চেন্নাই, ২ জুলাই– মহিলাদের অবহেলার অভিযোগে অভিযুক্ত ফক্সকন৷ তাদের তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে আইফোন তৈরির কারখানায় বিবাহিত মহিলাদের নিয়োগ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে৷ যা নিয়ে নড়েচড়ে বসেছে রাজনৈতিক এবং প্রশাসনিক মহল৷ এক বিবৃতিতে জাতীয় মানবাধিকার কমিশন জানাল, এ ব্যাপারে কেন্দ্রীয় শ্রমসচিব এবং তামিলনাড়ুর মুখ্যসচিবকে নোটিস পাঠিয়েছে তারা৷ অভিযোগের বিষয়ে সবিস্তার রিপোর্ট জমা দিতে বলেছে এক সপ্তাহের মধ্যে৷

কমিশন আজ বলেছে, ‘অভিযোগ সত্যি হলে তা বিবাহিত মহিলাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ৷ সাম্য ও সমানাধিকারের বিধিভঙ্গও বটে৷’

আমেরিকার প্রযুক্তি সংস্থা অ্যাপলের থেকে বরাত নিয়ে পণ্য তৈরি করে তাইওয়ানের ফক্সকন৷ তামিলনাড়ুর কারখানাটি ভারতে তাদের বৃহত্তম উৎপাদন কেন্দ্র৷ সেখানে বৈষম্যের অভিযোগ ওঠায় বিরোধী দলগুলি প্রশ্ন তুলতে শুরু করেছে৷ শ্রম মন্ত্রক আগেই তামিলনাড়ু সরকার এবং আঞ্চলিক মুখ্য শ্রম কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছে৷ মাঝে ফক্সকন যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিল৷ দাবি করেছিল, নিয়োগে লিঙ্গ কিংবা ধর্মের কোনও বৈষম্য করে না তারা৷ শুধু উৎপাদন কেন্দ্রে ঢোকার সময়ে গয়না বা ধাতব কিছু পরা যায় না৷

যদিও সংবাদ সংস্থা রয়টার্স কিন্তু অন্য কথাই বলছে৷ তারা জানিয়েছে তারা এ বিষয়ে আগেই তদন্ত করেছে, যার ফলে তাদের তদন্তে উঠে এসেছে অন্য ঘটনা৷ তারা জানিয়েছে, সংস্থা অস্বীকার করলেও তারা মহিলাদের এড়িয়ে গিয়েছে৷ নিয়োগকারী সংস্থার মাধ্যমে কৌশলে বাদ দেওয়া হচ্ছে বিবাহিত মহিলাদের৷ এটা তারা নানা সুযোগ সুবিধা যাতে না দিতে হয় তার কথা ভেবেই করেছে৷

রয়টার্সের এই অভিযোগের পরে অ্যাপল এবং ফক্সকন পুরনো কিছু অনিয়মের দায় স্বীকার করলেও ২০২৩ এবং ২০২৪ সালে নিয়োগের অনিয়ম নিয়ে কিছুই বলতে চায়নি৷